আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৪
15 comments
আজকে হাজির হয়ে গেলাম আমার কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আবারো আপনাদের সাথে । আজকে চতুর্থ পর্ব । আগামীতে আরো বেশ কয়েকটি পর্বে আমার কিছু বাছাই করা অ্যাবস্ট্রাক্ট আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করছি ।
fish & river
কখনো কি ছোট্ট কোনো নদীর ধারে তীরে দাঁড়িয়ে জলে মাছেদের খেলা দেখেছেন ? স্রোতহীন ছোট্ট নদীর ধারেই কেবল এটা দেখা সম্ভবপর । যেমন কোপাই নদী । দারুন গ্রীষ্মে আর শীতের সময় এই নদী একদমই গতিহীন, স্রোতহীন হয়ে পড়ে । তখন নদীর তীরে স্থানে স্থানে ছোট ছোট অনেকগুলি অগভীর ডোবার সৃষ্টি হয়ে থাকে । মূল নদীতে স্থানে স্থানে জল প্রায় থাকেই না বলতে গেলে । এইসব অগভীর জলাশয়ে তখন ছোট ছোট চুঁনোপুটি মাছেদের খেলা বেশ জমে ওঠে । দেখতে দারুন লাগে তখন প্রকৃতির কোলে প্রকৃতির সন্তানদের এই রকম অনাবিল আনন্দের সাথে হুটোপুটি খেলা।
আপনি কি অতিপ্রাকৃত কোনো কিছুতে বিশ্বাসী ? যাঁরা এগুলো বিশ্বাস করেন তাঁদের মতে আমাদের এই জগতের সাথে সমান্তরালে আমাদের দৃষ্টির বাইরে আর একটি আধিভৌতিক জগৎ আছে । সেই জগৎ হলো পারলৌকিক জগৎ । আমাদের মধ্যে নাকি এমন অনেকেই আছেন যাঁরা এই অতিপ্রাকৃত জগতে বিশ্বাসী শুধু নন তাঁরা দেখতেও পান এই জগৎ । ভবিষ্যদ্রষ্টা তাঁরা । অতীত এবং ভবিষ্যৎ দেখতে পান তাঁরা এই অলৌকিক জগতের মাধ্যমে । আবার অনেকের মতে কুকুর, বেড়াল, কাক প্রভৃতি কিছু প্রাণীও নাকি এই অতিপ্রাকৃত জগৎ দেখতে পায় । তাই আমার এবারের আর্টটি হলো "blue cat can see future"-
blue cat can see future
একটা গাছ দাঁড়িয়ে, একা, একদমই একা । আদিগন্ত ঢেউ খেলা উঁচু নীচু বৃক্ষহীন তেপান্তরের মাঝে একদমই একা সে । সূর্যের আলোয় তার পাতা উদ্ভাসিত হয় যখন তা দেখার কেউ সেখানে নেই । চাঁদের আলোর অপূর্ব স্বপ্নীল পরিবেশে যখন দখিনা হাওয়া এসে চুপি চুপি গল্প করে একেলা গাছটির সাথে তখন সে ক্ষণিকের জন্য দুঃখ ভুলে যায় ঠিকই । কিন্তু, ঝুম বরষার দিনগুলিতে, পৌষের কুয়াশামাখা বিকেলগুলোতে বড় ভীষণই একাকী বোধ করে সে । এক একাকী গাছের গল্প এঁকেছি আমি আমার নেক্সট আর্টে -
lonely tree
জীবন মিথ্যা, মৃত্যুই একমাত্র সত্য । জীবিত শব্দটির বর্তমানে অস্তিত্ত্ব থাকলেও কালের প্রভাবে তা এক সময় মৃত হয়ে যাবে । অর্থাৎ, অতীত হয়ে যাবে । কিন্তু, মৃত্যুর পর অনন্তকালের জন্য সে মৃতই রয়ে যাবে । জীবন তাই অনিত্য, কিন্তু মৃত্যুই একমাত্র নিত্য । মৃত্যু অমোঘ । মৃত্যু নিবারণের কোনও উপায় নেই । আমরা তো অতি ক্ষুদ্র মানুষ মাত্র । এই পৃথিবী, ওই সূর্য, নক্ষত্র, এই গ্যালাক্সি এমনকি এই মহাবিশ্বেরও মৃত্যু আছে । তার ধ্বংস আছে । এবারের অ্যাবস্ট্রাক্ট আর্টটি মৃত্যু নিয়ে । একজন বৃদ্ধ তার অন্তিম পরিণতির জন্য অপেক্ষারত -
waiting for death
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" ।
আসলেই এই কথাটি একদম ধ্রুব সত্য । মায়ের কোলে ক্রন্দনরত শিশুকে যতটা ভালো লাগে, অন্য কোথাও সে যতই হাসিখুশি থাকুক না কেন মায়ের কোলটাই সেরা । আজকের শেষ অ্যাবস্ট্রাক্ট আর্টটি এই বিষয়টির উপরেই বেস করে করা । এই আর্টটির নাম দিয়েছি "দা ডিভাইন", স্বর্গ ।
The Divine
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৩
টাস্ক ৩৮৭ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 7c5ae135246869bc35f17d55fdbd7ed806d428655c3c6d6f2bfc410bc47b54a0
টাস্ক ৩৮৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments