ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৮০ (১৭-১১-২৪ থেকে ২৩ -১১-২৪)
12 comments
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৮০ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @purnima14
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @purnima14 | $25 UPVOTE | হিংসা নয়, ভালোবাসা দিয়ে দুই দেশের সম্পর্ক গড়তে চাই |
02 | @purnima14 | $25 UPVOTE | রেসিপি পোস্ট :মাছের ঝোল রেসিপি। |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - পূর্ণিমা বিশ্বাস, ইউজার আইডি @purnima14।বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন। ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে পছন্দ করেন।২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ১ বছর চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
স্বরচিত কবিতা : রঙিন শৈশব।...... by @purnima14 • 22/11/2024
ফেলে আসা শৈশব সম্পর্কে যতোবার ভাবতে বসি,ততোবার ই রঙ্গীন এক স্মৃতিতে মন ভেসে যায়।শুধু বারেবারে এটাই মনে হয়,কতোই না দারুণ দিন ছিলো!কতোই না ভালো দিন ছিলো!কতোই না শান্তির সে সব দিন,ফেলে আসা যে সব।আসলে দিন যায় ব্যস্ততা বাড়ে,কাজ বাড়ে সে সাথে বাড়ে মানুষের দুশ্চিন্তা ও জটিলতার পাহাড়।বয়স শুধু একা বাড়ে না,বাড়ে জটিলতা, মানিয়ে নেওয়া, মেনে নেওয়া সহ নানা কিছু।আর সেসবের মাঝে এ ধরণের কবিতা পেলে বেশ ভালো লাগে আসলে।শৈশব নিয়েই সব বললাম,কবিতা নিয়ে যদি বলি তবে কবিতাটি বেশ সুন্দর।সত্যিই সেসব খেলাধুলা, আনন্দের কথা মনে পরলে মন কেমন করে উঠে। কবিতাটি যেনো নিজের এক টুকরো স্মৃতি।
ছবিটি @purnima14 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
রেসিপি পোস্ট :মজাদার স্বাদে চিকেন বিরিয়ানি রেসিপি...... by @purnima14 • 26/11/2024
সাধারণত আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করিনা।অর্থাৎ শুধু বিরিয়ানি বলে কথা নয়। আমি সাধারণত যেকোনো ধরণের অতিরিক্ত তেল,মসলা দেওয়া খাওয়া ই একটু কম পছন্দ করি।অবশ্য শুধু যে অপছন্দের বিষয় তা নয়,এসব খেলে শরীর ও ভালো থাকে না।তবে,মাঝেমধ্যে খাওয়া যায়।তো মাঝেমধ্যে আমার ও খাওয়া হয়।বিরিয়ানির ঘি এর গন্ধটা যখন ঘরে চারপাশে ছড়িয়ে পরে তখন বেশ ভালো লাগে।আর এই বিরিয়ানি রান্নাটা যদিও এদিকে কম হয়।অর্থাৎ এখানের বিরিয়ানি রান্নার প্রসেসিংটা কিছুটা আলাদা।তবে এটাও যে খেতে মজা হবে তা দেখেই বুঝা যাচ্ছে।
ছবিটি @purnima14 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ভ্রমণ পোস্ট :লালন শাহের মাজার ভ্রমণ। (পর্ব -২)...... by @purnima14 • 27/11/2024
লালন শাহ এর মাজারে যাওয়ার ইচ্ছে আমার ও রয়েছে।কারণ তিনি যে বাঙ্গালীর জন্য কি সেটা হয়তো আমরা বুঝি না বা বুঝতে চাই ও না।শুধু তাই নয়,হয়তো সে গুরুত্ব বা সম্মানটাও দিতে পারিনা।তবে উনার পবিত্র মাজারে যাওয়ার ইচ্ছে রয়েছে।এখন এর পরিস্থিতির ব্যাপারে কিছুই বলা যাচ্ছেনা।তবে কখনো যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই যাওয়ার ইচ্ছে রয়েছে।আসলে কিছু কিছু জায়গা এমন থাকে যেখানে আবার কিছু কিছু খাবারের মধ্যে বিশেষত্ব থাকে।হয়তো ওখানের ফুচকাটিও তাই।তবে আমি আবার এই ফুচকা জিনিসটা মোটেও পছন্দ করি না।কারণ এই খাবারটা মোটেও আমার হজম হয়না।যদিও এটা বিশেষ করে মেয়েরাই অনেক বেশি খায়।
ছবিটি @purnima14 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
জেনারেল রাইটিং :আমার মায়ের ভালোবাসা...... by @purnima14 • 29/11/2024
পৃথিবীর কোনো কিছুর সাথেই মা এর তুলনা হয় না।কারণ এক কথা মা হলো অতুলনীয়। একজন মা যে সন্তান এর জন্য উনার পুরো জীবন উৎসর্গ করেন সেটা সন্তানেরা বা সমাজ হয়তো বুঝেনা।কিন্তু কারো বুঝা না না বুঝায় তো আর পরিস্থিতি বদলে যায় না।তাই এটা অস্বীকার করার ক্ষমতা কারোর নেই।উনার ব্যাপারটি পড়ে খুব ভালো লাগলো সে সাথে বিষয়টা খুব আবেগপ্রবণ এর ও।কারণ হয়তো উনার মা আর পিঠেই মুখে তুলতে পারতোনা মেয়ে না খাওয়া পর্যন্ত।তাই কষ্ট হলেও ব্যবস্থা করে দিয়েছেন।আসলে সব মা ই এমন হয়।সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন।যে ভালোবাসায় কোনো কমতি নেই।
ছবিটি @purnima14 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ফটোগ্রাফি: প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুল...... by @purnima14 • 01/12/2024
সত্যিই প্রকৃতির অপরূপ সৌন্দর্য হলো ফুল।প্রকৃতির সাথে কিছুর তুলনা হয়না।সৃষ্টিকর্তা গড়া এ নিপুণ সৌন্দর্য হার মানায় পৃথিবীর সব কিছুকেই।কিন্তু অন্যতম এর মাঝেও অন্যতম হলো ফুল।কারণ ফুলের সৌন্দর্যতার কাছে সবকিছুই যেনো মলিন হয়ে যায়।আর উনার ফটোগ্রাফী গুলোও দারুণ।বিশেষ করে কাঠগোলাপ ফুলটি আমার কাছে বেশ স্নিগ্ধ লাগে আর সুন্দর ও।যাকে বলে সাধারণ এর মাঝে অসাধারণ। সে সাথে ফটোগ্রাফী দেখলেই মনে পরে যে বহুদিন ফটোগ্রাফী করা হয় না!কারণ এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফী দেখলে নিজের ও ফটোগ্রাফী করতে ইচ্ছে করে বেশ।আর সবগুলো ফটোগ্রাফীই বেশ ভালো হয়েছে বলতে হচ্ছে।
ছবিটি @purnima14 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Comments