New to Nutbox?

নতুন স্টিমিট কমিউনিটির জন্য মডারেটর রিক্রুটমেন্টের ঘোষণা

57 comments

rme
89
2 years agoSteemit3 min read

Steem Widget.png

this image is created by me using two images which were collected from copyrightfree source


স্টিমিট কোনো cryptocurrency ইনভেস্টমেন্ট বা এক্সচেঞ্জ প্রজেক্ট নয় । এটি হলো একটি স্বাধীন, বিকেন্দ্রীক ও ব্লকচেন বেসড ব্লগিং প্ল্যাটফরম যেখানে আপনি আপনার মুক্ত মতপ্রকাশ , লেখালেখি এবং নিজের সৃষ্টিশীলতাকে সবার সামনে মেলে ধরতে পারেন । চমৎকার এই প্লাটফর্মে আমাদের দুটি কমিউনিটি চলমান আছে আপনারা জানেন । সেখানে সব সাবস্ক্রাইবাররা সম্পূর্ণ ফ্রী তে ব্লগিং করে আর্ন করতে পারেন ।

অতি সম্প্রতি আমি আরো একটি কমিউনিটি রি-ব্র্যান্ডিং এর কাজে নিযুক্ত আছি, সেটা হাইভে । অনেক দিন আগে থেকেই আমার ইচ্ছে ছিলো শুধুমাত্র ব্লকচেইন কে কেন্দ্র করে একটা স্বাধীন মুক্ত কমিউনিটি থাকুক স্টিমিটে । সেই লক্ষ্যে আমি আরো নতুন একটা কমিউনিটি গড়ার কাজ শুরু করতে চাচ্ছি । হাইভ-এর কমিউনিটি-টি রি-ব্র্যান্ডিং এর কাজ সম্পন্ন হলেই স্টিমিট এর এই নিউ প্রজেক্টটি নিয়ে কাজ শুরু করবো ।

এখন আমাদের আপকামিং স্টিমিট কমুনিটির সকল কাজ সুসম্পন্ন করার জন্য কয়েকজন মডারেটর চাই । আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি থেকে ২ জন আর "Beauty of Creativity" কমিউনিটি থেকে ২ জন মড চাইছি । "Beauty of Creativity" কমিউনিটিতে কমুনিটির অ্যাডমিন এনাউন্সমেন্ট করে দেবেন মড রিক্রুটমেন্টের জন্য ।

আমি চাইছি অন্তত ৫০% মডারেটর বাঙালি নেওয়া হোক । তাই এখানে রিক্রুটমেন্টের ঘোষণা দিলাম ।


মডারেটর হওয়ার জন্য রিকোয়রমেন্টস


১. স্টিমিটে "আমার বাংলা ব্লগ" ও "Beauty of Creativity" এবং হাইভে বর্তমানের "Beauty of Creativity" -র existing কোনো অ্যাডমিন বা মডারেটর এপ্লাই করতে পারবেন না ।

২. ব্লকচেইন, স্টিমিট এবং ট্রন (Tron) বিষয়ক ভালো জ্ঞান থাকতে হবে ।

৩. গ্রাফিক্স design সংক্রান্ত দক্ষতা প্রয়োজন ।

৪. ইংলিশে ভালো দখল থাকতে হবে । কারণ কম্যুনিটিটি সম্পূর্ণ ইংলিশ ভাষায় পরিচালিত হবে ।

৫. ম্যানেজমেন্ট ও এডমিন্সট্রেশন সেকশন এ পূর্বের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।

৬. ডিসকর্ড, টুইটার, রেডিট এবং ফেইসবুক সম্পর্কে খুঁটিনাটি জানা থাকতে হবে ।

৭. ওয়েবভিত্তিক কোনো প্রজেক্ট প্রোমোট করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে ।

৮. এবং সর্বোপরি কমিউনিটিতে সময় দেওযার মতো সময় থাকতে হবে ।


কিভাবে মডারেটর পদের জন্য এপ্লাই করবেন ?


১. কমিউনিটির অ্যাডমিন @blacks কে নিচের যে কোনো একটি ইমেইলে আপনার বায়ো ডেটা সহ কন্টাক্ট করবেন ।

২. এরপরে যাচাই বাছাই এর পরে সিলেক্টেড অপ্প্লিক্যান্টদের ইমেইল করে একটা নির্দিষ্ট ডেটে ডিসকোর্ড এ ইন্টারভিউ এ হাজির থাকতে বলা হবে ।

৩. ইন্টারভিউ এর পরেই মডারেটরদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে ও তাঁদেরকে ইমেইলে কন্ফার্ম করা হবে রিক্রুটমেন্ট এর ব্যাপারে ।


এপ্লাই করার জন্য নিচের যে কোনো একটি এড্রেস এ ইমেইল করুন :


১. [email protected]
২. [email protected]


Comments

Sort byBest