"লাজুক খ্যাঁক" নিয়ে কমিউনিটিতে একটি গুরুত্বপূর্ণ আপডেট - ০৩

rme -


"লাজুক খ্যাঁক" বা শাই ফক্স থেকে বর্তমানে "আমার বাংলা ব্লগের" জেনারেল ইউজারদেরকে ১৫% আপভোট প্রদান করা হয়ে থাকে । এই ১৫% আপভোটের মূল্য ২০২৪ সাল নাগাদ প্রায় $১০০ হবে । তাই, এখন থেকেই এর আপভোট পাওয়ার সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন হয়ে পড়েছে । এর আগে মোট দু'বার "লাজুক খ্যাঁক"-এর আপভোট নীতিমালা আপডেট করা হয়েছে । এবার তিন নম্বর আপডেট ।

আগের নীতিমালা ঠিকই ছিলো । কিন্তু, একটি বেশ বড় ধরণের দুর্বলতা ছিল এই নীতিমালায় । ভোটিং সিস্টেম টা পুরোপুরি ডিপেন্ডেড ছিল কমিউনিটিতে এনগেজমেন্ট এর উপরে । এতে ভালো মন্দ দুটি দিক-ই ছিল ।

ভালো দিক : কম্যুনিটিতে এনগেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ । তাই, ম্যাক্সিমাম এনগেজমেন্ট যাঁদের থাকতো তাঁরা প্রায়োরিটি লিস্টে টপে থাকতেন । এই এনগেজমেন্টের ভিত্তিতেই সাপ্তাহিক সুপার একটিভ লিস্ট তৈরী করা হতো ।

খারাপ দিক: শুধুমাত্র বিশাল এনগেজমেন্ট এর ভিত্তিতে তুলনামূলক অনেক লো কোয়ালিটির পোস্টগুলোতে শাই ফক্স থেকে আপভোট পড়তো । আর দারুন দারুন কোয়ালিটি পোস্ট শুধুমাত্র সামান্য একটু কম এনগেজমেন্ট এর কারণে শাই ফক্স ভোটিং থেকে বঞ্চিত হতো ।

এই কারণে, এমন একটা নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি হয়ে পড়ে যাতে কোয়ালিটি পোস্টদাতারা শাই ফক্স ভোটিং থেকে বঞ্চিত না হন ।

এখন নিচে সম্পূর্ণ নীতিমালা তুলে ধরা হলো -


ভূমিকা : "আমার বাংলা ব্লগ" একটি fully self-reliant স্টিমিট কমিউনিটি । আমাদের কখনোই বাইরের কোনো কিউরেটর বা স্টিম কিউরেটর টীম বা বুমিং এর উপরে ডিপেন্ড করা লাগে না । নিজেরাই নিজেদের পাওয়ার । তাই এটি সম্পূর্ণ স্বাধীন কম্যুনিটি । এখন কথা হলো বাইরের ফ্রি curation সাপোর্ট না পেলে নিজেদের পাওয়ার বিল্ড আপ করা সুকঠিন একটা কাজ এবং এতে কমিউনিটির সবারই সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী বলে আমি মনে করি ।

যেহেতু, "আমার বাংলা ব্লগ" তার কমিউনিটি একাউন্টে কোনো ধরণের ডেলিগেশন একসেপ্ট করে না তাই আমাদের কমিউনিটির পাওয়ার বিল্ড আপে নিজেদেরকে "পোস্ট বেনিফিশিয়ারি" সিস্টেমের মাধ্যমে কমিউনিটির পাওয়ার বিল্ড আপে সক্রিয় ভূমিকা নিতে হবে ।


"লাজুক খ্যাঁক" এর আপভোট নীতিমালা (সংশোধিত) ?



সাপ্তাহিক সুপার এক্টিভ লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার নীতিমালা