কবিতা "তৃষ্ণা"

rme -


Copyright-free Image source : Pixabay


কবিতা "তৃষ্ণা"



💘


♡ ♥💕❤

মনের জানালা খুলে রয়েছি বসে,
আসবে প্রিয় ডাকবে আমাকে ।
দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি,
একটু স্পর্শ পেতে চায় এ অবুঝ মন ।

জানালা বাড়িয়ে দুহাত ছুঁয়েছি,
তোমার হাতের উষ্ণতা আর
হৃদয়ের পেলবতা, উদ্দাম প্রেমের আদর।

মনটি আমার খুবই পিপাসার্ত,
তৃষ্ণা মিটবে তখন যখন ডাকবে আমায়
নাম ধরে, দেব সাড়া আমি তোমার
চঞ্চলা শুভ্রা হরিণী, কাজল কালো নয়ন ।

আমার কালো আঁখিতে তোমায় করেছি জয়,
তাই তো, আমি ভালোবাসি নিজের চাইতেও বেশি
আমার কাজল কালো চোখ ।

মনটা আমার কবেই সখা হয়ে গেছে চুরি;
আমার সকাল সাঁঝে মনের মাঝে
গভীর রাতে তুমি শুধুই তুমি ।

তোমার কথায় হাসি আমি তোমার কথায় কাঁদি,
তুমি ছাড়া এ ঘর আমার আঁধার কালো রাতি ।

বাঁচতে আমি চাই এখন শুধু তোমার লাগি,
মৃত্যু যদি আসেও তবু দুঃখ নাহি আসি ।
মৃত্যুর আগে যদি জানি ভালবাসো আজও
সেই মরণ যে সুখের মরণ নেই তাতে সন্দেহ ।

এসো প্রিয় এসো, তৃষ্ণা মিটাও;
প্রেমের সুধা পান করিয়ে আজ
আমায় আপন করে নাও ।

♡ ♥💕❤