দীর্ঘ দিন পর আমাদের সোনালী ধান ক্ষেত গুলো পরিদর্শন করা

riyadx2 -

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ১০ ই নভেম্বর ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে আমাদের সোনালী ধান ক্ষেত গুলো পরিদর্শন করার অনুভূতি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


শীতকালের শুরুতে বাংলাদেশ এবং ভারত সহ পৃথিবীর আরো বেশ কয়েকটি দেশের মধ্যে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ শুরু হয়। আর এই কাজ প্রায় এক মাস ধরে চলতে থাকে। কৃষকেরা বেশ আনন্দের সাথে ধান কাটা এবং মাড়াইয়ের কাজ গুলো করে থাকেন। বিশেষ করে আমাদের দেশের কৃষক গুলো একটু বেশি কৃষি কাজের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। যাইহোক, প্রায় তিন মাস আগে আমন ধান রোপণ করা হয়েছিল, কিন্তু আমি আমাদের ধান ক্ষেত গুলো এখন পর্যন্ত কোন দিন ভালো ভাবে দেখতে পারিনি।সব সময় বাড়ির মধ্যে থাকলেও ধান ক্ষেত গুলো দেখার সুযোগ হয়ে উঠেনি। বাড়িতে থাকার পর ও সারাদিন বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। এজন্য তেমন একটা কোথাও বের হ ওয়া হয়না।

বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমাদের বাড়ির আশেপাশের বেশ কিছু সংখ্যক মানুষ তাদের ধান গুলো কেটে বাসায় নিয়ে এসেছে। তাদের ধান গুলো দেখার পর আমাদের ধান ক্ষেত গুলোর কথা মনে পড়লো।আর বেশ কিছু দিন ধরে আমাদের বাসায় ধান ক্ষেত কাটার কথা চলছে। তবে, বর্তমান সময়ে মানুষ পাওয়া যাচ্ছে না বলেই ধান গুলো কাটা হচ্ছে না। কেননা, যখন গ্ৰাম এলাকা গুলোর মধ্যে ধান কাটার ধুম পড়ে যায়, তখন ধান ক্ষেত কাটার জন্য লোক পাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে বেশ ভালো ভাবেই অবগত আছেন। তবে, আমার বাবা বেশ কিছু দিন ধরে লোক খোঁজাখুঁজি করছে ধান কাটার জন্য।

পাকা ধান ক্ষেতের মধ্যে বেশি দিন স্থায়ী হলে ধান নষ্ট হয়ে যায়।তাই আমি ভাবলাম আমাদের ধান ক্ষেত গুলো দেখতে যাবো। আসলে ধান গুলো রোপণ থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত তেমন একটা যাওয়া হয়নি ধান ক্ষেত দেখার জন্য। গতকাল বিকাল বেলা ধান ক্ষেত দেখার জন্য বের হয়ে পড়লাম।গ্ৰামের মাঝামাঝি এসে দেখতে পারলাম আমাদের গ্ৰামের এক ছোট ভাই মাঠের মধ্যে যাচ্ছে।তাই আমি ও তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। আমাদের ধান ক্ষেত গুলো পুরো মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।তাই, আমাদের যেখানে বেশি পরিমাণ জমি রয়েছে, সেখানে চলে গেলাম।

আমাদের জমিতে গিয়ে দেখতে পারলাম, আমাদের জমির আশেপাশের প্রায় সব জমির ধান ইতোমধ্যে কেটেছে।আর শুধু মাত্র আমাদের জমি গুলো রয়েছে। তারপর আমি আমাদের ধান ক্ষেত গুলোর মধ্যে গিয়ে দেখতে পারলাম, এবছর বেশ ভালোই পরিমাণে ধান হয়েছে। আসলে, এবছর একদম প্রয়োজন মাফিক বৃষ্টি হয়েছে।তাই ধানের ফলন একটু বেশি হয়েছে। আসলে বৃষ্টি পাত একটু বেশি হলে আবাদি জমির ফসল নষ্ট হয়ে যায়। এবছর আমাদের মাঠের কোন জমির ফসল নষ্ট হয়নি বৃষ্টির পানিতে। এজন্য আমাদের এলাকার প্রতিটি কৃষক অনেক বেশি খুশি। প্রতিটি কৃষক অনেক বেশি স্বপ্ন নিয়ে ধান আবাদ করে থাকেন। এবছর হয়তো প্রতিটি কৃষকের সকল ধরনের স্বপ্ন পূরণ হবে।

আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদের ধান ক্ষেত গুলোর চারদিকে ঘোরাঘুরি করছিলাম। চারদিকে ঘোরাঘুরি করে দেখলাম এবছর বেশ ভালোই ফলন হয়েছে ধানের। আশা করছি এবছর আমরা বেশ লাভবান হতে পারবো।আর সুন্দর ও সোনালী ধান ক্ষেত দেখতে অনেক বেশি ভালো লাগছিলো।আমি সোনালী ধানের শীষ গুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম।নিজ হাতে সোনালী ধানের শীষ ধরতে বেশ ভালোই লাগছিলো আমার কাছে।আর গতকাল আমাদের মাঠের পরিবেশ টা অনেক বেশি সুন্দর ছিল। হালকা একটু খানি রোদ ছিল।আর এই রোদ মিষ্টি রোদ।সব মিলিয়ে খুবই সুন্দর একটি বিকাল কাটিয়েছিলাম আমাদের ধান ক্ষেত এবং মাঠের মধ্যে। আপনাদের এলাকার এবছর ধানের ফলন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

Or

Set@rme as your proxy


আমার সংক্ষিপ্ত পরিচিতি

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।