আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১২ ই নভেম্বর ২০২৪ ইং
মৃৎশিল্প এখন এপার বাংলা এবং ওপার বাংলায় প্রায় বিলুপ্তির পথে।এক সময় মাটির তৈরি করা জিনিস পত্র ব্যবহার করে সব ধরনের কাজ করা হতো। কিন্তু এখন আর তেমন নেই। এখন মাটির জিনিস পত্র গুলো কে আর তেমন একটা ব্যবহার করা হয় না। এখন মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়ে প্রাচীন কালের মাটির তৈরি করা জিনিস পত্র গুলো কে এড়িয়ে চলার চেষ্টা করে। এখনকার মানুষেরা মাটির তৈরি করা তৈজসপত্র গুলো কে ভুলিয়ে গিয়েছে। বর্তমান সময়ের মানুষেরা এ্যালুমিনিয়াম ও পাস্টিকের তৈরি তৈজসপত্র ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে।আর মাটির তৈরি করা তৈজসপত্র গুলোর স্থান দখল করে নিয়েছে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম এবং প্লাষ্টিক। এছাড়াও কাঁচের তৈরি করা জিনিস পত্রে ও মানুষ একটু বেশি অভ্যস্ত হয়ে পড়েছে।
প্রাচীন কালের প্রতিটি মানুষ মাটির তৈরি করা তৈজসপত্র ব্যবহার করতো। বিশেষ করে প্রাচীন কালে গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এই মাটির তৈরি করা তৈজসপত্র গুলো গ্ৰামের প্রতিটি বাড়ির মানুষ ব্যবহার করতো।আর গ্ৰামের মানুষ গুলো এসব তৈজসপত্র গুলো তৈরি করতে বেশি পারদর্শী ছিল। কিন্তু বর্তমান সময়ে মৃৎশিল্পের কারিগর তেমন একটা নেই। যেহেতু মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে, তাই এখন মানুষ আর মৃৎশিল্পের কাজ শিখতে আগ্রহী নন। তবে, বর্তমান সময়ে মাটির তৈরি করা জিনিস পত্রের তুলনায় অ্যালুমিনিয়াম এবং প্লাষ্টিকের তৈরি করা জিনিস পত্র দামে একটু বেশি। তবু ও মানুষ বর্তমান সময়ে অ্যালুমিনিয়াম এবং প্লাষ্টিক জাতীয় জিনিস পত্র ব্যবহার করতে একটু বেশি আগ্রহী।
এখন শহর এলাকা গুলোর মধ্যে মাটির তৈরি করা তৈজসপত্র গুলো খুঁজে ও বের করা সম্ভব নয়। কিন্তু আমাদের দেশের কিছু কিছু গ্ৰামের মধ্যে এখন পর্যন্ত মাটির তৈরি করা তৈজসপত্র গুলো ব্যবহার করছে। এখন পর্যন্ত আমাদের গ্ৰামের বেশ কিছু মানুষ প্রায় সব সময় মাটির পাতিল ব্যবহার করে। এখন পর্যন্ত আমাদের নিজ বাড়িতে মাটির তৈরি করা হাঁড়িতে ভাত রান্না করে এবং মাটির তৈরি করা বাসনে বিভিন্ন ধরনের কাজ করে। তবে, অতীতে ভাত খাওয়ার জন্য মাটির তৈরি করা প্লেট ও ব্যবহার করা হতো, এমনটাই শুনেছিলাম আমার বাবার কাছে থেকে। আমার পরিবার এখন পর্যন্ত মাটির তৈরি করা পাতিলের মধ্যে বেশ কিছু কাজ করে, এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
তবে, শহরের মানুষ গুলো মাটির তৈরি করা পাতিল ব্যবহার করতে তেমন একটা অভ্যস্ত না। তারা সব সময় ভিন্নধর্মী পদ্ধতির জিনিস পত্র ব্যবহার করতে অভ্যস্ত।এক সময় বাংলার প্রতিটি গ্ৰামের মধ্যে মৃৎশিল্পের কারিগর পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে এই সব কারিগর কালক্রমে হারিয়ে গিয়েছে। এখন এপার বাংলা এবং ওপার বাংলায় তেমন একটা কুমার পাড়া দেখতে পাওয়া যায় না। কেননা, তারা বর্তমান সময়ে তাদের তৈরি করা জিনিস পত্র গুলো সেল করতে পারছেন না।তাই তারা এই পেশা থেকে বেরিয়ে এসেছে। যারা এক সময় মৃৎশিল্পের সাথে জড়িত ছিল, তারা আজ ভিন্নধর্মী কিছু পেশা বেছে নিয়েছে।
আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের এলাকার পাশেই বেশ কয়েকটি কুমার পাড়া ছিল। কিন্তু বর্তমান সময়ে তাঁরা এই পেশা থেকে বেরিয়ে এসেছে। তারা এখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত।আমি নিজেই তাদের একটি বড় ধরনের পরিবর্তন দেখেছি। যাইহোক, মৃৎশিল্প হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের বাংলা থেকে একদম বিলুপ্ত হয়ে যাবে। আমরা আমাদের একটি প্রাচীনতম ঐতিহ্য কে হারিয়ে ফেলবো। আপনাদের বাসায় যদি এখন পর্যন্ত মাটির তৈরি করা তৈজসপত্র ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness