ভিডিওগ্ৰাফি পোস্ট: সিলেটের বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে ধারণ কৃত ভিডিওগ্ৰাফি
6 comments
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ১৮ ই ডিসেম্বর ২০২৪ ইং
বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট।এটি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আপনারা হয়তো অনেকেই এই রাতারগুল সোয়াম্প ফরেস্টের মধ্যে ঘুরতে গিয়েছিলেন, আবার হয়তো অনেকেই বিভিন্ন ধরনের সোসাল মিডিয়ার মধ্যে ভিডিও দেখেছিলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের। আসলে সিলেটের প্রতিটি জায়গা অনেক বেশি সুন্দর। তবে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য একদম সীমাহীন। কেননা রাতারগুল সোয়াম্প ফরেস্টের চারদিকে রয়েছে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল প্রকৃতি এবং পায়ের নিচে সবুজ পানি। যারা এই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছিলেন, তারা হয়তো প্রত্যেকেই এর সৌন্দর্য সম্পর্কে অবগত আছেন।
আমরা বেশ কিছুদিন আগে আমাদের বেশ কয়েকজন বন্ধু সহ এই জায়গার মধ্যে ঘুরতে গিয়েছিলাম। জায়গা টি অনেক বেশি সুন্দর। আসলে এসব জায়গায় ঘোরাঘুরি করলে মন মস্তিস্ক একদম ফ্রেশ হয়ে যায়।আমি মনে করি যাদের মন মস্তিস্ক দীর্ঘ দিন ধরে অনেক বিক্রিয়ার মধ্যে রয়েছে, তারা এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করলে তাদের মন মস্তিস্ক একদম ফ্রেশ হয়ে যাবে। এই জায়গার যে সৌন্দর্য, তা প্রতিটি মানুষ কে একদম আকৃষ্ট করে তোলে। তবে, বর্ষার সময় এই জায়গা গুলোতে ঘোরাঘুরি করলে একটু বেশি ভালো লাগবে। কেননা, বর্ষা মৌসুমে রাতারগুল সোয়াম্প ফরেস্টের পুরো জায়গার মধ্যে পানি দিয়ে ভরপুর থাকে।আর দিয়ে ভরপুর থাকলে আরো অনেক বেশি সুন্দর লাগে।
যারা এখন পর্যন্ত এই জায়গার মধ্যে ঘুরতে যেতে পারেননি, কিংবা যেতে চান, তারা অবশ্যই বর্ষা মৌসুমে এই জায়গার মধ্যে ঘুরতে যাওয়ার চেষ্টা করবেন। কেননা, বর্ষা মৌসুমে ঘুরতে গেলে আরো অনেক বেশি ভালো লাগবে। তবে, বর্তমান সময়ে পানি একদম কম।যে পানি রয়েছে তা একদম নোংরা পানি।আমি রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে নৌকায় করে ঘোরাঘুরি করার একটি সর্ট ভিডিও শেয়ার করবো।
ভিডিওগ্ৰাফি টি কেমন লেগেছে, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Comments