টিউটোরিয়াল পোস্ট: কিভাবে এইচ টি এক্স এক্সচেঞ্জ এ একাউন্ট খুলবেন এবং এসবিডি ট্রেড করবেন

riyadx2 -

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ৯ ই জুন ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে এইচ টি এক্স এক্সচেঞ্জ নিয়ে একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


ক্রিপ্টো কারেন্সিতে বেশ কয়েকটি সেন্ট্রালাইসড এক্সচেঞ্জ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এইচ টি এক্স এক্সচেঞ্জ। বর্তমান এইচ টি এক্স এক্সচেঞ্জ এর গ্লোবাল রেংকিং ৮ তম। অন্যান্য এক্সচেঞ্জ এর মত এই এক্সচেঞ্জে ক্রিপ্টো কারেন্সির প্রায় সব ধরনের কয়েন ও টোকেন লিস্ট রয়েছে। বেশ কিছু দিন আগে আমাদের স্বপ্নের প্ল্যাটফর্ম স্টিমিট নেটওয়ার্কের নিজস্ব কয়েন এসবিডি, এইচটি এক্স এক্সচেঞ্জ এর মধ্যে লিস্ট করা হয়েছে। এটা আমাদের জন্য খুবই উপকারী হয়েছে। এখন আমরা চাইলে আমাদের অর্জনকৃত এসবিডি গুলো এইচ টি এক্স এক্সচেঞ্জে একদম মার্কেটের প্রাইজে সেল করতে পারবো। কিন্তু আমরা ইতিমধ্যে ইন্টার্নাল মার্কেটে এসবিডি গুলো সেল করেছিলাম, এতে আমাদের কিছুটা লস হয়েছিল। কিন্তু এখন আমাদের তেমন কোন লস হবে না, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র এইচ টি এক্স এক্সচেঞ্জে লিস্ট করার কারণে। আজকে আমি এইচ টি এক্স এক্সচেঞ্জের একাউন্ট খোলা থেকে শুরু করে সবকিছু টিউটোরিয়াল করার চেষ্টা করব।

কার্যপ্রণালী

ধাপ: এক

আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা প্লে স্টোর থেকে প্রথমে এইচডি এক্স এক্সচেঞ্জ টি ইন্সটল করে নিবো। আর যারা অ্যাপেল ইউজ করি, তারা অ্যাপলে স্টোর থেকে এই অ্যাপসটি ইন্সটল করে নিবো।

ধাপ : দুই

অ্যাপটি ইনস্টল হলে আমরা প্রথম অ্যাপটি ওপেন করে নেবো। ওপেন করার পর আমরা প্রথমে একটি লেখা দেখতে পারবো, সেখানে সাইন আপ এবং লগইন লেখা থাকবে। আমরা সাইন আপ এবং লগইন অপশন এ ক্লিক করবো।

ধাপ: তিন

এখন আমাদের মাঝে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আমরা দুটি অপশন দেখতে পারব। আমরা সাইন আপ অপশনটি সিলেক্ট করে নিবো। আর যাদের ইতোমধ্যে অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে লগইন করে নিতে পারেন।

ধাপ- চার

এরপর আমাদের মাঝে আর একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে নিজের ফোন নাম্বার কিংবা নিজের ইমেইল দিতে বলবে। আপনি চাইলে দুটোর যেকোনো একটি বসে নিতে পারেন। আমি একটি ইমেইল বসিয়ে নিলাম।

ধাপ-৫

এরপর কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেইলে একটি ছয় সংখ্যার কোড পাঠাবে। আমরা আমাদের মেইল বক্সে প্রবেশ করে আমাদের পাঠানো কোনটি কপি করে নিয়ে এসে বক্সে বসিয়ে দিব।

ধাপ- পাঁচ

এরপর আমাদের মাঝে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আমাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে। আমরা আমাদের পছন্দমত একটি পাসওয়ার্ড সেট করে নিবো। তবে পাসওয়ার্ড এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে।

ধাপ- ছয়

এরপর আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা একদম উপরের দিকে প্রোফাইল অপশন দেখতে পারবো। এরপর আমরা প্রোফাইল আইকনে ক্লিক করব।

ধাপ- সাত

প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদেরকে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। এরপর আমরা একটি অপশন দেখতে পারব, সেখানে লেখা থাকবে আন ভেরিফাইড। এরপর আমরা আন ভেরিফাইড লেখার উপরে ক্লিক করব।

ধাপ- আট

এরপর আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য কয়েকটি স্টেপ ফিল আপ করতে হবে। এই স্টেপ গুলো ফিলাপ করা একদমই সহজ। আমরা অন্যান্য এক্সচেঞ্জ এর মধ্যে যেভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করি ঠিক অনুরূপভাবে এখানেও কেওয়াইসি ভেরিফিকেশনের নিয়ম রয়েছে। আমরা নিজে নিজে আমাদের একাউন্টগুলো ভেরিফিকেশন করে নিবো।

ধাপ: নয়

কেওয়াইসি ভেরিফিকেশন শেষ হলে আমরা আবার হোমপেজ এর মধ্যে চলে আসবো। এরপর আমরা একদম বিচার দিকে দেখতে পারব ট্রেড অপশন। আমরা ট্রেড অপশনের মধ্যে ক্লিক করব। এই বিষয়গুলো অন্যান্য এক্সচেঞ্জ এর মতোই এখানে রয়েছে।

ধাপ-১০

ট্রেডে ক্লিক করার পর আর একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটি হুবহু বাইন্যান্স এর মতোই। আমরা প্রথমে ইউএসডিটি টু বিটিসি পেয়ারে ক্লিক করবো। এরপর আমাদের মাঝে সার্চ অপশন চলে আসবে। আমরা সার্চ অপশনে এসবিডি লিখে সার্চ করবো।

ধাপ: এগারো

এরপর আমরা যদি এসবিডি কিনতে চাই তাহলে আমরা বাই অপশনে ক্লিক করবো। বাই অপশন এ ক্লিক করার পর আমরা লিমিট অর্ডারে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে নিব। এরপর আমরা নিচে আমাদের এমাউন্ট টি বসে নিব। সবকিছু ঠিক থাকলে একদম নিচে বাই এস বিডি অপশনে ক্লিক করবো।

ধাপ: বারো

আরো দিয়ে আমরা এসবিডি সেল করতে চাই তাহলে আমরা সেল অপশনে ক্লিক করবো। এরপর আমরা লিমিট অর্ডারে ক্লিক করে মার্কেট করে নেবো। এরপর একদম নিচে এমাউন্টের ঘরে এমাউন্ট বসে নিবো। এরপর একদম নিচে সেল এসবিডি নামক অপশনে ক্লিক করবো।

ধাপ- তেরো

এরপর আমরা একদম নিচে ডান কর্নারে দেখতে পারবো অ্যাসেট নামে একটি অপশন। এই অপশনের মধ্যে ক্লিক করবো।

ধাপ: চৌদ্দ

এরপর আমাদেরকে আমাদের ওয়ালেটের মধ্যে নিয়ে চলে আসবে। এখন আমরা আমাদের ভাই অথবা সেল করা ডলারগুলো দেখতে পারবো এই ওয়ালেটের মধ্যে।।

অন্যান্য এক্সচেঞ্জ এর মতোই এই এক্সচেঞ্জের ডিপোজিট উইথড্র সিস্টেম রয়েছে। আপনারা হয়তো সকলেই ডিপোজিট এবং উইথড্র নিজেরাই করতে পারবেন। তাই আমি আর এ দুটি অপশন আপনাদেরকে দেখালাম না। এ দুটি আপনারা নিজেরাই করার চেষ্টা করবেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Vote@bangla.witness as witness

Or

Set@rme as your proxy


আমার সংক্ষিপ্ত পরিচিতি

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।