আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ১৪ ই ডিসেম্বর ২০২৪ ইং
শীতকাল চলে আসলেই গ্ৰাম এলাকা গুলোর মধ্যে বিভিন্ন ধরনের খেলা ধুলার আমেজ উঠে। যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো এই বিষয়ে অবগত আছেন। শীতকাল মানেই গ্ৰাম এলাকার এক অন্যরকম উৎসব।পুরো শীতকাল জুড়ে বিভিন্ন ধরনের খেলা ধুলা লেগেই থাকে।আর এই খেলা ধুলা গুলো গ্ৰামের বেশিরভাগ মানুষ উপভোগ করার চেষ্টা করে।আর গ্ৰামের সব থেকে বেশি ভালো লাগে এই বিষয়টি, যখন গ্ৰামের মধ্যে কোন ধরনের খেলার আয়োজন করা হয় তখন গ্ৰামের বেশিরভাগ মানুষ সেই খেলা উপভোগ করার চেষ্টা করে। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে।গ্ৰামের মানুষের সাথে শহরের মানুষের অনেক বেশি তফাৎ রয়েছে।
আপনারা হয়তো সকলেই অবগত আছেন, শীতকাল চলে আসলেই গ্ৰাম এলাকা গুলোর মধ্যে বিভিন্ন ধরনের খেলা ধুলার আয়োজন করা হয়।আর বিশেষ করে গ্ৰামের ছেলেরা শীতকালে ব্যাট মিন্টন খেলতে একটু বেশি পছন্দ করেন। কেননা, শীতকালে ব্যাটমিন্টন খেললে শরীর অনেক টা গরম হয়ে যায়।আর শীত তেমন একটা লাগে না।আর শীতকালে যেহেতু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম বন্ধ থাকে, তাই গ্ৰামের ছেলে মেয়েরা এই ছুটির সময় টুকু বিভিন্ন ধরনের কাজের মধ্যে অতিবাহিত করে থাকে। তবে, গ্ৰামের বেশিরভাগ ছেলেরাই শীতকালে দিনের বেলা ক্রিকেট এবং রাতের বেলা ব্যাট মিন্টন খেলতে পছন্দ করেন।
একদা এক শীতকালে বার্ষিক পরীক্ষা শেষে, আমি এবং আমাদের গ্ৰামের বেশ কয়েকজন ছেলেরা সহ নাইট ব্যাট মিন্টন খেলার জন্য কোর্ট তৈরি করেছিলাম। তখন আমি সপ্তম শ্রেণীর মধ্যে পড়াশোনা করতাম।আর আগে ডিসেম্বর মাসের শুরুতে বার্ষিক পরীক্ষা শেষে দীর্ঘ দিনের একটি ছুটি দেন।আর আমরা তখন এই ছুটি কে কাজে লাগিয়ে আমার এক চাচার খুলিতে একটি ব্যাট মিন্টন খেলার কোর্ট তৈরি করি। আমরা মূলত এই কোর্ট টি রাতের মধ্যে ব্যাট মিন্টন খেলার জন্য দিয়েছিলাম। যেহেতু আমরা দিনের বেলা আমরা ক্রিকেট খেলি।তাই দিনের বেলা ব্যাট মিন্টন খেলার তেমন সুযোগ হয় না।তাই আমরা রাতের বেলা ব্যাট মিন্টন খেলার জন্য আমার চাচার বাসা থেকে কারেন্টের লাইন বের করি।
কারেন্টের লাইন বের করে ব্যাট মিন্টন কোর্টের দুই পাশে দুটি লাইট লাগিয়ে দিয়েছিলাম। আমরা যখন রাতের বেলা এই কোর্টের মধ্যে ব্যাট মিন্টন খেলা শুরু করতাম, তখন আমাদের গ্ৰামের অনেক মানুষ আমাদের এই খেলা দেখার জন্য এসেছিল। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, সকলেই মিলে আমাদের খেলা উপভোগ করেছিল।মাঝে মাঝে আমরা টাই এর মাধ্যমে ব্যাট মিন্টন টুর্নামেন্ট শুরু খেলা দিতাম। তখন আমাদের গ্ৰামের আশেপাশের বেশ কিছু ছেলেরা এসে আমাদের থেকে টাই সংগ্রহ করে খেলায় অংশগ্রহণ করতো। খেলার পুরুস্কার হিসেবে দেশী মুরগী গুলো থাকতো।
এভাবেই আমার শৈশবে শীতকালের দিন গুলো অতিবাহিত করেছিলাম। কিন্তু বর্তমান সময়ে আর তা হয়না। কেননা, বর্তমান সময়ে আমার গ্ৰামের বেশিরভাগ ছেলে গুলো বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে।তাই আর বর্তমান সময়ে এই রকম খেলা ধুলার আয়োজন করা হয় না। কিন্তু এই বছর ইচ্ছে ছিল ব্যাট মিন্টন কোর্ট দেয়ার, কিন্তু তা আর হলো না। আপনারা শীতকালে কে কোন খেলা পছন্দ করেন, তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness