খাবারের কষ্ট

ritzy-writer -

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।




লিংক


আসলে এই পৃথিবীতে মানুষ যত কর্ম করে অর্থাৎ যতই পরিশ্রম করে সবকিছু কিন্তু তাদের ভালোভাবে দিন কাটানোর জন্যই করে। অর্থাৎ কি করে তারা ভালোভাবে পরিবারের সকল লোককে নিয়ে বসবাস করতে পারে সেজন্য তারা কঠোর পরিশ্রম করে। আসলে এই পৃথিবীতে মানুষের খাদ্য, বস্ত্র এবং বাসস্থান এই তিনটির চাহিদা যদি মেটাতে পারে তাহলে তাদের জীবনে আর কোন অভাব থাকে না। অর্থাৎ তারা সব সময় পরিশ্রম করে তাদের এই তিনটি চাহিদা পূরণের জন্য। আসলে এই তিনটে চাহিদা যদি মানুষের না থাকতো তাহলে মানুষ আর এত কঠোর পরিশ্রম করত না।



আমাদের এই পৃথিবীতে আজব বহু গরিব লোক রয়েছে যারা আমাদের চারিপাশে সব সময় ঘুরে বেড়ায়। আসলে তাদের নিজেদের কোন স্থায়ী জায়গা থাকে না। এছাড়াও তারা যতই কঠোর পরিশ্রম করুক না কেন তারা তাদের নিজেদের সংসারকে একটু ভালো করে রাখার মত পরিস্থিতি তাদের থাকে না। কারণ তারা যা ইনকাম করে তার পুরোটাই তাদের পরিবারের খাবারের জন্য লেগে যায়। তবুও পরিবারের অনেক সদস্যকে না খেয়ে দিন চালাতে হয়।


আসলে এইসব পরিবারের পাশে যদি যারা এইসব সমাজের উঁচু পর্যায়ে রয়েছে তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তোবা এইসব পরিবারের লোকদের দুঃখ কষ্ট অনেকটা দূর হয়ে যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাই যে বিভিন্ন উঁচু শ্রেণীর লোকেরা কিভাবে তাদের খাবার নষ্ট করে সবসময়। আর এই গরিব পরিবারের সন্তানেরা একটু ভালো খাবার জন্য সব সময় চেষ্টা করে এবং তাদের কপালে কখনোই ভালো খাবার জোটে না।


খাবারের কষ্ট


অনাহারে মানুষের দিন যায়,

দুবেলা দুমুঠো খেতে পারে না।

গরিব মানুষের দুঃখের সীমা থাকে না,

না খেতে পেয়ে অনেকে মারা যায়।


কি আজব এই দুনিয়ারে ভাই,

কেহ খাবার নষ্ট করে।

সেই খাবারটুকু পেলে পরে,

গরিব মানুষের আর তিন বেলা খেতে পারে।


খাবারের জন্য কত সংগ্রাম,

করে চলেছে তারা সবসময়।

এতগুলো মানুষের খাবারের জন্য,

হিমশিম খাচ্ছে সব সময়।


বাচ্চাগুলো তাদের না খেয়ে থাকে,

ক্ষুধায় তারা কান্না করে।

মা বাবা তাদের কষ্ট দেখে,

কখনো সহ্য করতে না পারে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।