শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি ও জনমনে আতঙ্ক ( দ্বিতীয় পর্ব)

ritzy-writer -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন পর্যন্ত পুরোপুরি তাদের কার্যক্রম শুরু করেনি। অনেকে ধারণা করছে দেশের কোন রাজনৈতিক দল হয়তো এদেরকে জেল থেকে বাইরে বের করতে সহায়তা করেছে। তবে এটা যে দলই করে থাকুক না কেন তাদের উদ্দেশ্য যে ভালো নয় সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই শীর্ষ সন্ত্রাসীদের একেকজনের নামে ২০ থেকে ৫০টি পর্যন্ত নানা রকমের মামলা রয়েছে। তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিলো তাদের কাছ থেকে তখন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিলো। তবে শোনা যায় এরা নাকি জেলে থাকা অবস্থাতেও তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে।

তবে সেটা সীমিত পরিসরে ।এখন যদি কোনো রাজনৈতিক দল এদেরকে জেল থেকে বের করে তাদের স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করে। তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হবে। একটা সময় ছিলো যখন র‍্যাবের ক্রসফায়ারের ভয়ে বড় বড় শীর্ষ সন্ত্রাসীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়ে ছিলো। তবে র‍্যাবের কিছু সদস্য বিতর্কিত কর্মকাণ্ড জড়িয়ে পড়ার দরুন তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গণমাধ্যমে নানারকম নেতিবাচক খবর প্রকাশ হয়। তারপর থেকে তারা ক্রসফায়ার দেয়া বন্ধ করে দিয়েছে।

যার ফলে র‍্যাবের প্রতি সন্ত্রাসীদের যে ভয় ছিলো সেটাও অনেকটা কেটে গিয়েছে। এখন দেখা যাক কতো দ্রুত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এই শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে আর জনমনে স্বস্তি ফেরাতে পারে। (সমাপ্ত)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ