New to Nutbox?

এক তরুণ উদ্যোক্তার সংগ্রামী জীবনের গল্প (প্রথম পর্ব)

1 comment

ritzy-writer
76
6 days agoSteemit2 min read

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তানিম ঢাকার একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিলো কিছু আলাদা করার। নিজের একটি ব্যবসা শুরু করার। তার পরিবার তাকে ভালো পড়াশোনা করানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলো। তাদের স্বপন ছিলো তানিম বড়ো হয়ে ডাক্তার অথবা ইন্জিনিয়ার হবে। কিন্তু তানিমের ইচ্ছে ছিলো ভিন্ন। সে চেয়েছিলো নিজের একটি পরিচয় তৈরি করতে। যেটা শুধুমাত্র কোনো চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তানিমের জীবনের শুরুটা খুব সাধারণ ছিলো। তার বাবা ছিলেন একটি সরকারি অফিসের কেরানি। মা ছিলেন গৃহিণী।

1000002244.png

পরিবারের তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তার পড়াশোনার বিষয়বস্তু ছিল ব্যবসায় শিক্ষা। যা তাকে ব্যবসায়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তার মনে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা জাগে। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র একটি চাকরির ওপর নির্ভর করলে তিনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন না। তাই তিনি তার বন্ধুদের সাথে মিলে কিছু ছোট ব্যবসার পরিকল্পনা করতে শুরু করলেন। তিনি প্রথমদিকে ইন্টারনেটে কিছু ফ্রিল্যান্স কাজ করে কিছু পুঁজি জমায়। কিন্তু সেই টাকা দিয়ে কিছু বড় করার মতো কোনো উদ্যোগ নেওয়া তার জন্য সহজ ছিল না।

বিশ্ববিদ্যালয় শেষ করে তানিম তার বন্ধুদের সাথে একটি ছোট স্টার্টআপ শুরু করার চেষ্টা করে। তারা অনলাইনে ফ্যাশন প্রোডাক্ট বিক্রির উদ্যোগ নেন। তারা চীনের কিছু সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনে এনে ফেসবুকে পেজ তৈরি করে বিক্রি করতে শুরু করে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Comments

Sort byBest