চিকিৎসার অভাব

ritzy-writer -

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।




লিংক

আসলে যে দেশে এখনো চিকিৎসার অভাবে মানুষ মারা যায় সে দেশ কি করে উন্নতির দিকে এগিয়ে যাবে তা একটা ভাবনাচিন্তার বিষয়। বিভিন্ন উন্নত দেশগুলোতে চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে ওই দেশের সরকার। আমাদের দেশের সরকার চিকিৎসা বিনামূল্যে দিয়ে থাকে অর্থাৎ সরকারি হসপিটালগুলোতে আমরা খুবই অল্প টাকার বিনিময়ে চিকিৎসার জন্য গিয়ে থাকি। কিন্তু এসব সরকারি হসপিটালগুলোতে এখন আর ভালো চিকিৎসা পাওয়া যায় না। কারণ চিকিৎসা ক্ষেত্রে যার যত বেশি টাকা আছে সে এই পৃথিবীতে তত ভালো চিকিৎসা পেয়ে থাকে। আর যার যত কম টাকা আছে সে তত খারাপ চিকিৎসা পেয়ে থাকে।

আমরা কখনো যদি সরকারি হসপিটালগুলোতে গিয়ে দেখি যে কত গরীব মানুষ হসপিটাল এর বারান্দায়, বিছানায় শুয়ে রয়েছে একটু ভালো চিকিৎসার অভাবে। আসলে গরিব মানুষের সন্তানেরা বিনা চিকিৎসায় প্রতিবছর মারা যায়। আসলে বেসরকারি হাসপাতাল গুলোতে ভালো চিকিৎসা পাওয়া যায় কিন্তু সেখানে চিকিৎসা করানোর জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। আর গরিব মানুষের পক্ষেও এই এত বেশি টাকা ইনকাম করা কখনোই সম্ভব হয়ে ওঠেনা। তাই তারা জীবনেও কখনো ভালো কোন চিকিৎসা পায় না। আর এভাবে চিকিৎসার অভাবে তারা সারা জীবন কষ্ট পেতে থাকে।


চিকিৎসার অভাব


বহু মানুষ মারা যায় এই পৃথিবীতে,

একটু ভালো চিকিৎসার অভাবে।

চিকিৎসা ক্ষেত্রে এখন শুধুই টাকা,

মারা যায় বহু গরিব অকালে।


সরকারি হসপিটাল গুলোতে এখন,

ভালো চিকিৎসা আর পাওয়া যায় না।

ভালো চিকিৎসা পেতে হলে,

টাকার কমতি থাকা চলে না।


যার যত পৃথিবীতে টাকা আছে,

সে তত ভালো চিকিৎসা পায়।

টাকা ছাড়া কোন উপায় নেই,

যদি জীবনে কেউ বাঁচতে চায়।


গরিবের নেই তো কোন উপায়,

পায়না আর ভালো কোন চিকিৎসা।

বাচ্চাদের সন্তান গুলো সব মারা যায়,

এই পৃথিবীতে বিধাতার এ কেমন বিচার।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।