ঘুরতে গিয়ে দুর্ভোগ (চতুর্থ পর্ব)

ritzy-writer -

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কথা বলার পরে অটো রিক্সার ড্রাইভার তাদেরকে নিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে যেতে থাকলো। রাস্তাটা ছিলো খুবই ভাঙাচোরা টাইপের। এভাবে যেতে যেতে এক সময় তারা একটা পাহাড়ের সামনে উপস্থিত হোলো। তখন অটো রিক্সার ড্রাইভার তাদেরকে বললো এই পাহাড়টা পার হয়ে ওপারে গেলেই সেই চমৎকার জায়গাটা দেখতে পাবেন। এই কথা শুনতেই তিন বন্ধু দারুন খুশি হয়ে গেলো। তখন অটো রিক্সার ড্রাইভার বলল আপনারা সোজা এই পাহাড়ের উপরে উঠে পাহাড়ের ওই পারে চলে যান। সেখানেই সেই চমৎকার ঝর্ণা টা দেখতে পাবেন।


ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে

তখন তিন বন্ধু সেই অটো রিক্সার ড্রাইভার কে জিজ্ঞেস করলো আপনি আমাদের সাথে যাবেন না? সে জানালো না আমি এখানে আপনাদের জন্য অপেক্ষা করছি। নির্জন জায়গায় অটো রিক্সা রেখে গেলে যদি কেউ নিয়ে যায় তাহলে আমি ঝামেলায় পড়বো। তিন বন্ধু চিন্তা করলো অটোরিকশার ড্রাইভার কথাটা খারাপ বলেনি। তখন তিনজনে পাহাড়ে উঠতে লাগলো। আগে থেকে অভিজ্ঞতা না থাকায় তাদের পাহাড়ে উঠতে বেশ কষ্ট হোলো। যখন তারা পাহাড়ের উপরে উঠেছে ঠিক তখনই তারা খেয়াল করে দেখে তাদের আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে।

পাহাড়ের উপরে ওঠার পর কোন দিকে যাবে তারা ঠিক বুঝতে পারছিলো না। এর ভেতরে সেই গাছের আড়াল থেকে বেশ কিছু সশস্ত্র লোক বেরিয়ে এলো। তাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিলো। তারা এসেই তিন বন্ধুকে বেঁধে ফেললো। তখন তিন বন্ধু বুঝতে পারল তারা কতো বড়ো বিপদে পড়েছে। অটো রিক্সার ড্রাইভার যে এই সন্ত্রাসীদের লোক তখন তারা বুঝতে পারলো।(চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ