আকাশের স্বপ্ন পূরণ ( সপ্তম পর্ব)

ritzy-writer -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আকাশ যখন তার দেয়া ঠিকানায় পৌঁছল। তখন সেখানে গিয়ে বিশাল এক অফিস দেখতে পেলো। এই শহরে যে এত বড় অফিস রয়েছে সেটা আকাশ আগে কখনো খেয়াল করে দেখেনি। অফিসের ভেতরে ঢুকতেই একজন হাসিমুখে এগিয়ে এসে বলল আপনার নাম কি আকাশ? আকাশ সম্মতি সূচক মাথা নাড়তেই লোকটা বলল স্যার প্লিজ আমার সাথে আসুন। আমাদের এমডি স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। আকাশ তার এত খাতির যত্ন দেখে বেশ অবাক হোলো। আকাশ যখন লোকটার রুমে পৌঁছালো সেখানে দেখতে পেলো বিশাল একটা সুসজ্জিত রুমে। টেবিলের ওপাশের এক দামি চেয়ারে লোকটা বসে রয়েছে।

আকাশ ঘরে ঢুকতেই লোকটা তার চেয়ার থেকে উঠে এগিয়ে এলো আকাশকে নেয়ার জন্য। আকাশকে নিয়ে তিনি হাত ধরে তার সামনের একটা চেয়ারে বসালেন। তারপর তিনি আকাশের ব্যাপারে সমস্ত খোঁজখবর নিতে লাগলেন। যখন তিনি জানতে পারলেন পড়ালেখা শেষ করে আকাশ বেকার অবস্থায় রয়েছে কয়েক বছর হলো। তখন তিনি আকাশকে বললেন তোমার বেকার জীবনের আজকেই অবসান হোলো। তুমি কাল সকালে ঠিক নটার ভেতরে অফিসে চলে আসবে। বাকি কথা কাল বলবো।

এই কথা বলে তিনি আকাশ আর তার জন্য চা নাস্তার অর্ডার করলেন। নাস্তা করতে করতে তারা অনেক বিষয় নিয়ে কথা বললো। শেষ পর্যন্ত আকাশ তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। অফিস থেকে যখন আকাশ বের হলো তখন তার কাছে পুরো দুনিয়াটা অনেক রঙিন মনে হতে লাগলো। মনে হতে লাগলো তার জীবনের সমস্ত স্বপ্নগুলো হয়তো এবার পূরণ হবে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ