প্রতিশোধ স্পৃহা (দ্বিতীয় পর্ব)

ritzy-writer -

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমি তোমাকে চায়ের সাথে হালকা কিছু করে দিচ্ছি। সেগুলো খেয়ে তারপর বাইরে বের হই। রাছিফের তার স্ত্রীর কথা শুনে খুব ভালো লাগলো। রাছিফ তার স্ত্রীর এই ব্যাপারটা খুব পছন্দ করে। সে তার মুখের অভিব্যক্তি দেখে অনেক কিছু বুঝতে পারে। আসলে জীবনসঙ্গী কে যদি সব কথা বলে বোঝাতে হয় তাহলে সংসারটা সেভাবে জমে না। এদিকে রাছিফের বাচ্চা দুটো এসে রাছিফকে বারবার বলতে লাগলো বাবা আমরা কখন বাইরে যাবো?


ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

তখন রাছিফ তাদেরকে বললো বাবা আমি অনেক ক্ষুধার্ত। হালকা কিছু খাওয়া-দাওয়া করে তারপর আমরা বাইরে বের হবো। ততক্ষণে তোমরা খেলাধুলা করো। এই কথা শুনে রাছিফের বাচ্চা দুটো গিয়ে খেলতে লাগলো। যাইহোক কিছুক্ষণের ভেতরে তার স্ত্রী তার জন্য একটা স্যান্ডউইচ আর এক কাপ চা নিয়ে এলো। স্যান্ডউইচ টা খেয়ে চায়ের কাপে চুমুক দিতেই রাছিফের মনটা ভালো হয়ে গেলো। রাশিফ চা খেতে খুব পছন্দ করে। আর তার স্ত্রী চা টা বানায়ও বেশ ভালো।


রাছিফের নাস্তা করা শেষ হলে সে তার পরিবারকে নিয়ে রওনা দিলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কোন রেস্টুরেন্টে যাবে সেটা নিয়ে সে আগে থেকেই তার স্ত্রীর সাথে কথা বলে রেখেছে। যার ফলে বাসা থেকে বের হয়ে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রিক্সা ঠিক করলো। রেস্টুরেন্টটা তার বাসা থেকে খুব একটা বেশি দূরে নয়। সেজন্য আর উবার না ডেকে সে রিক্সাতে যাওয়ার ব্যাপারে মনস্থির করলো। তাছাড়া তার স্ত্রী ও রিকশা করে ঘুরতে বেশ পছন্দ করে। সন্ধ্যার পরে বাইরের আবহাওয়াটাও ছিলো চমৎকার। পরিবার নিয়ে রিকসা করে বাইরে ঘুরতে আসিফের বেশ ভালই লাগছিলো। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ