জন্ম দেওয়া মানেই কি মা?
1 comment
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে কথা বলবো বাংলাদেশের এক ভয়ঙ্কর ইনফ্লুয়েন্সার নিয়ে। অর্থাৎ যার নামের পাশে ইনফ্লুয়েন্সের শব্দ টা দেখলেও আমার যেনো গায়ে জ্বর উঠে যায়। কারণ প্রথমত তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি বলি তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কিছুই নেই। আসলে সব মানুষকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে যাচাই করাটা ঠিক নয়। অন্তত একজন শিক্ষিত মানুষের কাছে এটা কেউ আশা করবে না। এখন আমি চারিত্রিক দিক দিয়ে আসি। তাকে যদি ক্যামেরার সামনে এনে টাকা দিয়ে বলা হয় পাগলের মতোন নাচতে। তাহলে সে সেটাও করবে। ঠিক এমন নয় যে, তার এতোটাই টাকার অভাব যে সব চিন্তা বাদ দিয়ে, ভদ্রতা, সভ্যতা এসব বাদ দিয়ে টাকা ইনকাম করতে হচ্ছে। ব্যাপারটা এমন নয়।
যাইহোক এরকম এই মহিলাকে আমি বেশ অনেক আগেই আমার সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছিলাম। কিন্তু সম্প্রতি কিছু ভিডিও দেখে আমি যেনো একেবারে তব্দা খেয়ে গিয়েছি। কারণ দেখলাম যে সে শুধুমাত্র অল্প কিছু টাকার জন্য। তার কয়েক মাসের ছোট বাচ্চাকে চিৎকার করে করে বকা দিচ্ছে। অর্থাৎ এটা বুঝাই যাচ্ছে যে সে মন থেকে বকা দিচ্ছে না। সে শুধুমাত্র ভিউ এর জন্য এমনটা করছে। কিন্তু আপনি ভাবতে পারেন সেই ছোট বাচ্চাদের মনের অবস্থাটা কি? তার বেড়ে ওঠা হবে কতোটা ভয়ংকর পরিবেশে!
যেখানে তাকে ব্যবহার করছে তার মা শুধুমাত্র টাকার বিনিময় এ। তাও ক্যামেরার সামনে এসে বাচ্চার দিকে তাকিয়ে ভয়ঙ্কর মুখের অঙ্গভঙ্গি করছিলো। যাতে বাচ্চা ভয় পায় এবং সেটা দেখিয়ে সে ভিউ কামাচ্ছে। আমার কাছে আসলে মনে হয় যে শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না। তাই আসলে আমি কথাটা লিখলাম অর্থাৎ আমার টাইটেলে। কারণ পৃথিবীতে অনেক মা রয়েছে। কিন্তু ভালো মা সবাই কখনোই হতে পারে না। মানুষ যতোই তর্ক করুক না কেনো। তবে এটাই সত্যিই যে ভালো মা সবাই হতে পারে না।
Comments