New to Nutbox?

মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক

0 comments

ritzy-writer
76
17 hours agoSteemit2 min read

পোস্টের টাইটেল দেখে হয়তো আপনারা মনে করতে পারেন যে মহাবিশ্ব কি চুম্বক আছে? আজ আমি আপনাদের সাথে এমন একটি মহাবিশ্বের শক্তিশালী চুম্বকের সাথে পরিচয় করিয়ে দেবো। হয়তো আপনারা এই বিষয়ে আগে থেকে জানতেন না কিংবা অনেকেই এই বিষয়ে জেনে থাকবেন। তবে আজ আমি এই বিষয়ে সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তবে চলুন শুরু করি।

star.png

Source

আমাদের সূর্য হচ্ছে একটি মাঝারি সাইজের নক্ষত্র। এর জ্বালানি এক পর্যায়ে কিন্তু শেষ হয়ে যাবে। একটি প্রাকৃতিক নিয়ম রয়েছে। যার শুরু আছে তার শেষও আছে। কিন্তু এর শেষের পরিণতি গুলো ভিন্ন ধরনের হতে পারে। যেমন আমাদের এই মাঝারি সাইজের সূর্যের যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন সেটা হোয়াইট ড্রফটে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

আবার আমাদের সূর্যের চেয়ে ২০ থেকে ২৫ গুন বড় সূর্যের যখন জ্বালানি শেষ হয়ে যাবে, হয়তো তখন সেটা নিউট্রন স্টারে পরিণত হবে কিংবা ব্ল্যাক হলে পরিণত হবে এবং এই যে ব্ল্যাক হোল এবং নিউট্রন স্টার এই দুটোর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। কিন্তু এরা তৈরীর যে প্রক্রিয়াটি একই ধরনের হয়ে থাকে। শুধুমাত্র নক্ষত্রের ভরের উপর নির্ভর করে এই নিউট্রন স্টার হবে নাকি ব্ল্যাক হোল হবে। তবে এই নিউট্রন স্টার হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক এবং এর গ্রাভিটি থেকে কোন কিছুই রেহাই পায় না।

মহাবিশ্বে সব থেকে শক্তিশালী এবং পাওয়ারফুল বস্তু হচ্ছে ব্ল্যাক হোল। এর পরে যদি কোন শক্তিশালী বস্তু থেকে থাকে তাহলে সেটা হবে নিউট্রন স্টার। নিউট্রন স্টারের ঘনত্ব এতটাই বেশি যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করুন আমাদের সম্পূর্ণ পৃথিবীর ভর একটি ছোটখাটো ফুটবল বলের সমান করা হলো। তাহলে সেই ফুটবলের সাইজের সবটুকু মাঝে পৃথিবীর সমস্ত ভর সেখানেই থাকবে। তাহলে প্রত্যেকটা বস্তু কতটা ঘনত্ব পূর্ণ অবস্থায় থাকে সেটা একটু কল্পনা করুন। এর কারণেই এর গ্রাভিটি এতটাই বেশি হয়ে যায়। যার কারণে আবার আমাদের এই নিউট্রন স্টার মহাবিশ্বের সবথেকে মসৃণ বস্তু বলা হয়।

এই নিউট্রন স্টাররে এত পরিমাণে ভর থাকে যার কারণে সেই নিউটন স্টার তার নিজ অক্ষেই সেকেন্ডে এক লক্ষ বারের ও বেশি ঘূর্ণন অবস্থায় থাকতে পারে। সে ক্ষেত্রে সে মহাবিশ্বের সবথেকে শক্তিশালী ম্যাগনেট কিংবা চুম্বক তৈরি হয়ে যায়। এক একটি নিউটন স্টারের চুম্বকী ক্ষমতা এত বেশি থাকে যে এক লক্ষ আলোকবর্ষের দূরের কোন বস্তু কে ও আঘাত করতে পারে। বিশেষ করে নিউটন নিউট্রন স্টারে থাকা কুইজার গুলো অনেক ভয়ানক হয়। সেই বিষয়ে না হয় অন্য একদিন আলোচনা করে নেব। আজকের মত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Comments

Sort byBest