সুন্দর বিকেলের ছোয়ায় মাঠ পরিদর্শন //by ripon40

ripon40 -

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সুন্দর বিকেলের ছোয়ায় মাঠ পরিদর্শন
  • ২০, নভেম্বর ,২০২৪
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বিকেলে কাটানোর সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



তাহলে চলুন গল্পটি শুরু করি


একটি দিনের সেরা মুহূর্তগুলোর মধ্যে হল বিকেল মুহূর্ত। যেটা সবার কাছে খুবই প্রিয় সময় বিকেল মুহূর্তে যেকোনো জায়গায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। বিশেষ করে গ্রামীণ পরিবেশে খোলা মেলা পরিবেশ যেমন মাঠে সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করতে সবাই পছন্দ করে। অনেকদিন হলো এইরকম খোলামেলা পরিবেশ উপভোগ করা হয় না ।ৎশীতের আগমনে প্রচন্ড ঠান্ডা কাশিতে ভুগছি কোথাও যাওয়ার মন মানসিকতা তৈরি হয় না। মিষ্টান্ন রৌদ্র পরিবেশ যেটা সবাই শীতের সময় উপভোগ করতে চায়। আমাদের বাসা থেকে আধা কিলো দূরে অনেক বড় মাঠ সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়ে থাকে। নিজেদেরও অনেক চাষাবাদ জমির রয়েছে সেগুলো অনেকদিন হলো দেখা হয় না।


Device : Redmi Note 11
গাজর
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



হঠাৎ দুপুর টাইমে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে বিকেলে মাঠের উদ্দেশ্যে বের হব নিজেদের বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ রয়েছে সেগুলো পরিদর্শন করব বিকেল সাড়ে তিনটার দিকে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম শীতের সময় দিন ছোট রাত বড় দুপুর গড়াতেই বিকেলের আগমনী মুহূর্ত খুবই অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা হয়ে যায় সেজন্য একটু আগেই বেরিয়েছিলাম হালকা রৌদ্র পরিবেশ খুবই ভালো লাগছিল। আমাদের চাষাবাদ জমিতে পৌঁছানোর সাথে সাথে কেন জানি মনটা ভালো হয়ে গেল ।এরকম খোলামেলা পরিবেশ উপভোগ করলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়েছে। গাজর হলুদ কলা বিভিন্ন ধরনের সবজি সব মিলিয়ে ভালোই চাষাবাদ রয়েছে। ছোটবেলা থেকে আমাদের ফসলের জমিগুলোতে কয়েক ধরনের চাষাবাদ দেখে চলেছি। কিন্তু এখন ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করছে সবাই আমাদের এখানে কখনো গাজর চাষ হতো না বিগত তিন বছর যাবত গাজর চাষ হচ্ছে।


Device : Redmi Note 11
হলুদ চাষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিশেষ করে মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে যখন ঘুরতে গিয়েছিলাম সেই অঞ্চলে প্রচুর শাকসবজি চাষ হয়। বিভিন্ন ধরনের সবজি জাতীয় চাষ যেগুলো ওই অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। আমাদের কুষ্টিয়াতে অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয় আমাদের অঞ্চলে কলা আখ িয়াজ ধান এগুলো বেশি চাষাবাদ হয়ে থাকে এই সময়। আমাদের এখানকার কৃষকেরা কিছুটা অলস প্রকৃতির সহজ চাষাবাদ গুলোই করতে তারা পছন্দ করে যেগুলোতে সময় খুব কম দেয়া লাগে যেমন কলা চাষ ধান চাষ সেজন্য এই অঞ্চলে সবজির জাতীয় যেকোনো ধরনের ফসল চাষাবাদ খুবই কম হয়। যাই হোক আমাদের সব ধরনের চাষাবাদ ফসলি রয়েছে কম বেশি যেগুলোর নাম বলেছি সেগুলোর সবই রয়েছে।


Device : Redmi Note 11
বিভিন্ন ধরনের সবজি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের ফসলে জমিতে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়বে গাজর। এবার প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে গাজরের ফলন আশানুরূপ হবে না গত বছরের তুলনায় অর্ধেক টানা এক সপ্তাহ যাবত নিম্নচাপ থাকার কারণে আমাদের গাজরের ফলন কম হবে। যাইহোক প্রকৃতির নিয়তি কে মেনে নিতেই হবে কিছুই করার নেই সেজন্যই বা সকল ধরনের সবজির দাম অনেক বেশি হবে অন্যান্য যে চাষাবাদ ফসল রয়েছে সেগুলো ঘুরাঘুরি করে দেখার চেষ্টা করলাম। লাল শাক, পালং শাক এবং মুলা এবার সবচেয়ে ভালো হয়েছে। বিকেল মুহূর্তে এরকম সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটালে আসলে মন ভালো হয়ে যায় মাঠের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ধরনের ফসল যেগুলো মানুষের মনকে উজ্জীবিত করে। অনেকদিন পর মাঠে গিয়ে দারুন সময় পার করলাম। আশা করি আপনাদের কাছে এই সুন্দর মুহূর্ত অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীমাঠ পরিদর্শন
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

💞 আল্লাহ হাফেজ 💞