New to Nutbox?

আমার বাংলা ব্লগ কনটেস্ট-৮ || সরিষা ইলিশ রেসিপি ।

23 comments

rex-sumon
82
2 years agoSteemit3 min read

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষা ইলিশ রান্না।

1635344191530-01.jpeg
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ৮ নম্বর প্রতিযোগিতা রানিং রয়েছে। বর্তমানে সবাই ইলিশ মাছের বিভিন্ন রেসিপি শেয়ার করছে। আমি বাদ থাকব কেন। আমিও আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। আমি আজকে শেয়ার করব সরিষা ইলিশ রেসিপি।

এই রেসিপিটা অনেকেই জানে।একেকজনের সরিষা ইলিশ রান্নার রেসিপি একেক রকম।আমি আজ যেটা শেয়ার করছি সেটা আমাদের পরিবারের সবার কাছেই মোটামুটি ভালো লাগে ।আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

উপকরণ সমূহ :
১.ইলিশ মাছ।

1635344284509-01.jpeg

মাছটি পছন্দ অনুযায়ী কেটে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।

1635344137019-01.jpeg

২.সরিষা বাটা।

1635344263812-01.jpeg

৩.লাল মরিচ বাটা।

৪.জিরা বাটা।

1635344245209-01.jpeg

৫.লবণ পরিমান মতো।
৬.হলুদ গুড়া।
৭.ধনিয়া গুড়া।

1635344150583-01.jpeg

৬.পেঁয়াজ কুচি।

1635344217274-01.jpeg

৭.সরিষার তেল।
৮.কাঁচা মরিচ ফালি ২/৩ টা।

ইলিশ মাছের যে কোনো রেসিপিতে রসুন আর আদার প্রয়োজন হয় না।রসুন ও আদা ছাড়াই ইলিশ মাছ বেশি টেস্টি লাগে।ইলিশ মাছ রান্নাতে রসুন ও আদা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়।

প্রস্তুত প্রণালী :

প্রথমে ইলিশ মাছটি কেটে পরিষ্কার করে লবন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে।

1635344123570-01.jpeg

তারপর একটি কড়াইতে সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে।যাতে মাছ গুলো রান্না করার সময় ভেঙ্গে না যায়।তবে মাছগুলো বেশি ভাজি করা যাবে না।তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে।

1635344103914-01.jpeg

1635344234246-01.jpeg

1635344165859-01.jpeg

তারপর সেই মাছ ভাজি করা গরম তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা লাল রং করে ভাজি করে নিতে হবে।

1635344178110-01.jpeg

তারপর সেই তেলের মধ্যে একে একে সরিষা বাটা, লাল মরিচ বাটা,জিরা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে লবন,ধনিয়ার গুড়া,হলুদ গুড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মুহুর্তে আপনারা মশলা কষাতে হালকা পানি ব্যবহার করতে পারেন।তাহলে মশলা গুলো কষানোর সময় পুড়ে যাবে না।

1635344205458-01.jpeg

মশলা সুন্দর মতো কষানো শেষ হলে পানি দিয়ে দিতে হবে।পানিতে জাল উঠে গেলে মাছ ভাজি গুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে।

1635344274733-01.jpeg

ঝোল পছন্দ মতো কমে আসলে ২/৩টা কাচা মরিচ দিয়ে দিতে হবে।লাস্ট পর্যায়ে কাঁচা মরিচ দেওয়ার ফলে তরকারিতে ফ্লেভার ভালো আসবে।

IMG20211019102547.jpg

সবশেষে প্রস্তুত হয়ে গেল সরিষা ইলিশ রেসিপি। এটি অনেক পপুলার একটি রেসিপি। যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে তাদের ম্যাক্সিমাম এই সরিষা ইলিশ আইটেম টা খুবই পছন্দ করেন। যাদের কাছে এই রেসিপিটা নতুন লেগেছে তারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest