দেখা হতে হতেও হলো না।

rex-sumon -

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভাল আছেন। গতকাল ঢাকাতে এসেছি। সকাল নয়টায় ছিল আমার বাস। বাসা থেকে রওনা দিয়েছিলাম ৮ টার দিকে। বাসায় আম্মু আর আব্বু রয়েছে শুধু। ছেড়ে আসতে খারাপ লাগছিল। প্রয়োজনের তাগিদে তবুও চলে আসলাম।

আমার পোস্টের টাইটেল এবং তানিয়া আপুর এই পোস্টের টাইটেল সেম। কারণ কি জানেন? কারণ আমাদের দু'জনের গল্পের দৃশ্যপট ছিল একই। কাল বাসা থেকে বেরিয়ে নয়টার দিকে বাসে উঠেছিলাম। বাসে উঠে পাটুরিয়া ফেরিঘাটে যখন আসি তখন @tania69 আপুর সাথে টেলিগ্রামে চ্যাটিং হচ্ছিল। চ্যাটিং এর একপর্যায়ে জানতে পারলাম তানিয়া আপু বাসে বসে আছে। আমি এই কথার রিপ্লাই-এ লিখলাম আমিও বাসেয় বসে আছি। দুজনেই টেক্সট করলাম আমরা জ্যামে বসে আছি। এরপর তানিয়া আপু বলল উনি নাকি পাটুরিয়া ফেরিঘাটের আছে। তখন আমি বললাম আমিও তো পাটুরিয়া ফেরিঘাটেই জ্যামে বসে আছি। তখন আপু ভেবেছিল আমি হয়তো ফাজলামো করছি। কিন্তু এরপর আমি যখন কিছু ছবি শেয়ার করলাম তখন আপু বুঝতে পারল আমিও আশেপাশেই আছি।

আপু বলেছিল উনি নাকি গোল্ডেন লাইন এসি বাসে উঠেছে। আমি তখনই আমার সামনে দেখতে পারলাম একটা গোল্ডেন লাইন বাস। কিন্তু পরে লক্ষ্য করলাম ওটা ননএসি। তারমানে আপুদের বাস আরো পেছনের দিকে রয়েছে। আমাদের বাস কিছু সময় পরেই যখন ফেরিতে উঠেছিল তখন আপুকে মেসেজ দিলাম আমার অবস্থান জানিয়ে । তখন উনি একটা ছবি শেয়ার করলো সেটা দেখে বুঝলাম উনারা এখনো জ্যামে বসে আছে। কি আর করা। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেরি ছেড়ে দিলো। ভেবেছিলাম দেখা হবে আপুর সাথে কিন্তু দেখা হলোনা। একটা টান টান উত্তেজনা কাজ করছিল। যারা চ্যাটিং-এ ছিলো তারাও বিষয়টা বুঝতে পেরেছিল। কিন্তু শেষমেশ আর দেখা হলো না।

কিছু সময় পর আমাদের ফেরি নদীর কিনারায় ভিরলো। তখন আমাদের বাস আবার চলতে শুরু করল গন্তব্যের উদ্দেশ্যে। আমরা গাবতলীতে এসে পৌঁছেছিলাম প্রায় সাড়ে চারটার দিকে। গাবতলীতে বাস থেকে নেমে এরপর আবার সিএনজিতে করে আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। রুমে এসে প্রথমেই গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। এতদুর জার্নি করে এসেছি কিছু সময় রেস্ট নিলাম। যেহেতু আমাদের এই বাসাটি নতুন নেওয়া হয়েছে, তাই এখানে তেমন কিছুই ছিল না । সবকিছুই কেনাকাটা করতে হবে। এতদুর জার্নি করে এসে মন চাইছিল না বাইরে যেতে। কিন্তু কিছু করার নেই। আবার চলে গেলাম মার্কেটের দিকে। যা কিছু প্রয়োজন সবকিছুই কিনে নিয়ে এরপর বাসায় আসলাম। বাসায় আসতে রাত হয়ে গিয়েছিল। রাতেই সবকিছু সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছিলাম।

যাই হোক এখন সবকিছু ঠিকঠাক। গতকালকেই সব ঠিকঠাক করেছি। আজকেও কিছু জিনিস কেনার বাকি আছে ওগুলো কিনে আনতে যাব আজকে বিকেলে অর্থাৎ একটু পরেই। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||