হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: শীতের সকালের ফটোগ্রাফি । এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৬ জন পার্টিসিপেট করেছে । ৬ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @emon42
প্রতিটা ঘাসে শিশিরবিন্দু। এমন দৃশ্য শুধু শীতকালেই দেখা যায়। শীতের সকালে শিশিরভেজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটার সময় যেন অনিন্দ্য সুন্দর একটা মূহূর্তের স্বাক্ষী হওয়া যায় ।
By: @kazi-raihan
বর্ননা: শীতের মৌসুম আসলে সকালের দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে যখন সূর্য ওঠে আর কুয়াশার ভাবটা কেটে যায়। ছবিটা যখন তুলেছিলাম তখন অনেক সকাল সবেমাত্র সূর্য উঁকি দিচ্ছে আর সূর্যের আলোতে শীতের সকালের কুয়াশা ভাবটা যেন পর্যায়ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছিল।
By: @tithyrani
শীতকালে মাঠের পর মাঠ হলুদ সরিষা ফুলের চাদরে ছেয়ে থাকে। শীতের সকালে তার সাথে কুয়াশার চাদর অন্যরকম এক মাত্রা যুক্ত করে। কিংবা হালকা মিষ্টি রোদ উঠলেও এই একই মাঠের আবহ পরিবর্তন হয়ে আরেক রকম আবেশে জড়িয়ে নেয়! শীতের সকালে প্রকৃতির কাছাকাছি থাকতে পারাটাও এক প্রকার সৌভাগ্য। ছবিটি গত বছর ৬ জানুয়ারি তোলা।
By: @ah-agim
বিবরণ: শীতের সকালের কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। শীতের সকালে গাছপালা লতা পাতা এবং ঘাসের উপর প্রচুর কুয়াশা পড়ে থাকে। ঘাসের উপর শিশির বিন্দু এমন দৃশ্য দেখতে খুব ভালো লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য
উপভোগ করা যায়।
By: @green015
আপনার ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয়গুলি বরাবরই সুন্দর।যেটা আমার কাছে খুবই ভালো লাগে।এইবারও তার ব্যতিক্রম নয়,সময় উপযোগী টপিক এটি।
By: @shahid540
কিছু কথা:এটি একটি শীতের সকালের ফটোগ্রাফি। যদিও বা এখনো পরিপূর্ণভাবে শীত আসেনি তারপরও বর্তমান সময়ের শীতের সকাল বেশ দারুন লাগে। মিষ্টি মিষ্টি রোদ হালকা ঠান্ডা সবমিলিয়ে মজার একটি সকাল অনুভব করা যায়। বেশ কয়েকদিন থেকে চিন্তা করতেছি একদম ভোরের ফটোগ্রাফি করব কিন্তু হয়েই উঠছে না। আজকে অবশেষে করে নিলাম। তারপরেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। যাইহোক আমি চেষ্টা করেছি আমার সাধ্যমত শীতের সকালের ফটোগ্রাফি করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে।
উক্ত ৬ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |