পাওয়ার আপ প্রতিযোগিতা - ৪৫ এর ফলাফল | প্রতিযোগিতার সপ্তাহ- ৪৬ -নতুন সপ্তাহে চলমান থাকবে।

rex-sumon -

পাওয়ার বৃদ্ধি মানে নিজস্ব ক্ষমতা বৃদ্ধি। আর নিজের সক্ষমতা বৃদ্ধি করতে যারা কার্পণ্যতা করে এই প্ল্যাটফর্মে তাদের ভবিষ্যৎ ততটা ও সমৃদ্ধ হবে না। আমাদের কমিউনিটির ইউজাররা যদি নিজেদের পাওয়ার বৃদ্ধিতে যথেষ্ট যত্নশীল হয় তাহলে তাদের নিজেদেরই লাভ। এখানে এডমিন প্যানেলের কোন লাভ নেই। আপনারাতো প্রত্যেকেই জানেন আমার বাংলা ব্লগ কমিউনিটি সবসময় ইউজারদের ভালোর দিকটা নিয়ে বেশি ভাবে। এরই ধারাবাহিকতায় 315 দিন আগে একটি কনটেস্ট প্রকাশ করা হয়। কন্টেস্টের বিষয় ছিল পাওয়ার বৃদ্ধি করা। টার্গেট ডিসেম্বর উদ্যোগটি আরো সফলভাবে রান করানোর জন্যই মূলত এই কনটেস্ট এর আয়োজন করা। এই সপ্তাহে 31 জন ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে। বিষয়টি সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজাররা বর্তমানে তাদের শক্তি বৃদ্ধিতে সিরিয়াস অবস্থানে আছে ।

কনটেস্টে যারা পার্টিসিপেট করেছে নিম্নে তাদের নাম ঘোষণা করা হলো:

ক্রমিকনামপাওয়ার বৃদ্ধিস্টিমের পরিমান
1@mohamad786invalid10 STEEM
2@mahfuzanilainvalid10 STEEM
3@bristy1invalid10 STEEM
4@nevlu123invalid10 STEEM
5@ripon40invalid10 STEEM
6@kazi-raihaninvalid15 STEEM
7@moh.arifinvalid30 STEEM
8@fasoniyainvalid10 STEEM
9@mostafezur001invalid10 STEEM
10@purnima14invalid10 STEEM
11@bijoy1invalid10 STEEM
12@mahfuzur888invalid10 STEEM
13@samhunnaharinvalid10 STEEM
14@wahidasumainvalid20 STEEM
15@bdwomeninvalid10 STEEM
16@rayhan111invalid10 STEEM
17@jamal7invalid10 STEEM
18@ah-agiminvalid20 STEEM
19@narocky71invalid10 STEEM
20@nirob70invalid10 STEEM
21@tuhin002invalid10 STEEM
22@mahfuzanilainvalid10 STEEM
23@fasoniyainvalid10 STEEM
24@razuahmedinvalid10 STEEM
25@selinasathi10.40122%50 STEEM
26@bdhero2.90023%50 STEEM
27@joniprins27.3977%1534 STEEM
28@rex-sumon0.303564%200 STEEM
29@alsarzilsiam0.141435%50 STEEM
30@tangera0.119964%50 STEEM
31@aongkon0.876424%50 STEEM
এই সপ্তাহে মোট পাওয়ার বৃদ্ধি করা হয়েছে 880 স্টিম।

পাওয়ার বৃদ্ধি কনটেস্টের প্রাইজ পুল রাখা হয়েছিল ৭৫ স্টিম। আজকে অ্যানাউন্সমেন্ট এর মাধ্যমে উক্ত পুরস্কার বিতরণ করা হবে। যে সকল ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের পাওয়ার বৃদ্ধির পরিমাণ এবং পাওয়ার বৃদ্ধির পারসেন্টেন্স নিচে উল্লেখ করা হলোঃ-

অবস্থাননামপাওয়ার বৃদ্ধিপুরস্কার এর পরিমান
@joniprins27.3977%২০ STEEM
@bdhero2.90023%১৮ STEEM
@aongkon0.876424%১৫ STEEM
@selinasathi10.40122%১০ STEEM
@rex-sumon0.303564%৭ STEEM
@alsarzilsiam0.141435%৫ STEEM

যেভাবে কনটেস্টের উইনার সিলেকশন করা হয়েছেঃ-

ইউজাররা যে পরিমাণ পাওয়ার বৃদ্ধি করেছেন , সেই পরিমাণটি পূর্বে তার ওয়ালেট এ থাকা মোট এস.পি'র কত পারসেন্ট সেটি নির্ণয় করা হয়েছে । যতজন পার্টিসিপেন্ট এই কনটেস্টে পার্টিসিপেট করেছে তাদের সবার মধ্যে যাদের পারসেন্টেন্স টা সবচেয়ে বেশি, পর্যায়ক্রমিকভাবে তাদেরকেই উইনার লিস্টে রাখা হয়েছে ।

উদাহরণঃ-
মিস্টার ক-এর ওয়ালেটে একশত এস.পি আছে। সে আরো দশ স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার ক টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

এবার মিস্টার খ-এর ওয়ালেটে ১০০০ এস.পি আছে। সে আরো একশত স্টিম পাওয়ার আপ করেছে। তারমানে মিস্টার খ টেন পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছে।

তাহলে মিস্টার ক এবং মিস্টার খ আলাদা এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করা সত্ত্বেও তাদের পারসেন্টেন্স সেম এসেছে। ক্যালকুলেশন টা মূলত এভাবেই করা হবে।

এই কনটেস্ট টি আগামী সাতদিন পুনরায় সচল থাকবে। আগামী সাত দিন পর কমিউনিটি হ্যাংআউটে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং একটি অ্যানাউন্সমেন্ট পোস্ট করে দেওয়া হবে। আগামী সপ্তাহেও সবার অংশগ্রহণ কামনা করছি।

নিম্নে পাওয়ার বৃদ্ধি কনটেস্ট এর নিয়মাবলী উল্লেখ করা হলঃ-

যেভাবে আপনি পাওয়ার আপ কনটেস্টে অংশগ্রহণ করবেনঃ

আপনি এভাবেও পোস্টের উপরের অংশে উল্লেখ করতে পারেন।
[ss From @razuahmed ]



JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join the Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile