কবিতা আবৃত্তি ||দুঃখের পরে সুখ আসে ||রেদোয়ান মাসুদ

razuan12 -

picsart থেকে এডিট করা

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।আজকে আমি রেদোয়ান মাসুদ এর "দুঃখের পরে সুখ আসে "কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি।আস্তে আস্তে আমার ভীষণ ভালো লাগতেছে আমার নিজের কাছে।আমার বাংলা ব্লগ আস্তে আস্তে অনেক দূরে পৌঁছে যাচ্ছে। সত্যি একটা গর্ভের বিষয়।সময়টা ভীষণ খারাপ যাচ্ছে আসলে একটা কথা হচ্ছে মানুষের সর্বোত্তর দিয়ে কখনোই ইনভেস্ট করা ঠিক না, কিছু রাখতে হবে না হলে পথের ফকির হতে হবে। আসলে মানুষ মাত্রই ভুল অতিরিক্ত কোন কিছুই ভালো না সৃষ্টিকর্তা যেন খুব সামনেই যেন আবার স্বাভাবিকভাবে পরিস্থিতি এনে দেয়। আশা করি ভবিষ্যতেও অনেকে সুন্দরভাবে ভাল পর্যায়ে পৌঁছে যাবে।। এখন মোটামুটি বেশ সুন্দরভাবে আবৃত্তি করতে পারি।বর্তমানে পুস নিয়ে আমাদের অনেক আশা। আশা করি খুব শীঘ্রই পুস কামব্যাক করবে আমার বাংলা ব্লগ থেকে দূরে থাকলে মনে হয় একটা ডিপ্রেশন কাজ করছে মনের ভিতর এখানে কাজ করতে পারলে সকল ডিপ্রেশন হতাশা দূর করতে পারি।একটা সময় নিজেকে নিয়ে বেশ হতাশ ছিলাম কিন্তু আমার বাংলা ব্লগের মাধ্যমে সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে।কোনভাবেই কিছুতেই শুরু করতে পারতেছি না, এবার শুরু করতেই হবে আর পারতেছি না।প্রতিটা মানুষ ধাক্কা খায় ধাক্কা খেয়েই সামনের দিকে এগিয়ে যায় তাই সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে হবে তিনি যেটা চাইবেন সেটাই আমাদের হবে ।আজকের মত আমি এই কবিতাটি আবৃত্তি করছি।আপনারা সকলে দোয়া করবেন আমি যেন আবারও বেশ সুন্দরভাবে কাজ করতে পারি।

কবিতার নাম :দুঃখের পরে সুখ আসে
কবি: রেদোয়ান মাসুদ
আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

কেঁদনা তুমি বিপদ দেখে
মেনে নাও সব আপন বলে
আসবে সুখ আসবে সময়ে
সেই অপেক্ষায় থাক তুমি
স্বপ্ন ডাঙায় ঘর সাজিয়ে।
হেসোনা তুমি অন্যের বিপদ দেখে
কাছে যাও তাকে সান্ত্বনা দিতে
আপন করে নাও হৃদয়ে জড়িয়ে
তোমার সমবেদনা পেয়ে তবে
ঘুচবে তাহার দুঃখ যে।
দুঃখের পরে সুখ আসে
এই কথা নাও মেনে
আল্লাহর উপরে ভরসা রেখে
বের হও সকল কাজে
জিতবে তুমি জিতবেই তবে
জীবনের কোন এক ক্ষণে।
Source

কবিতা আবৃত্তির লিংক

Loading iframe

আজকের মত আমি এখানেই শেষ করলাম আমার কবিতা আবৃত্তি।প্রতিনিয়ত রেগুলার কাজ করতে যাচ্ছি কিন্তু কিছুতেই কাজে মন বসাতে পারতেছি না, জানি না কবে কাজে মন বসে হতে পারব কিন্তু খুব শীঘ্রই আমি কাজে ফিরতে আশাবাদী।আবারও যেন সুন্দরভাবে প্রতিটা ইউজার কাজে মনোনিবেশ করতে পারে এবং আমাদের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারে।বর্তমান সময়টা ভীষণ খারাপ যাচ্ছিল আস্তে আস্তে অনেকটাই রিকভার হয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার কাছে অশেষ প্রার্থনা করি যেন আরো সামনে সুন্দর দিন আমাদের নিয়ে আসে।সত্য কথা বলতে স্টিমিটট আমার বাংলা ব্লগের আরো একটি সুন্দর উদ্যোগ পুষের মাধ্যমে আবারও বেশ সুন্দরভাবে জীবনটা পরিচালনা করতে পারতেসি সৃষ্টিকর্তার কৃপায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সকলে যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনে ফিরতে পারে । কবিতা আবৃত্তি করতে আমি পারতাম না, আমি আবারো সুপার একটিভ লিস্টে আসার চেষ্টা করব আপনারা সকলে সমর্থন করবেন আমাকে। আবারো সুন্দরভাবে কাজ করার চেষ্টা করব। এখন আস্তে আস্তে বেশ ভালোই পারতেছি প্রতিটা ইউজরকে দেখে অনুপ্রেরণা পেয়ে নিজের ভিতরে দক্ষতা আনার চেষ্টা করতেছি। । মানুষের জীবনে ভালো ও খারাপ দুটি সময়ই আসে।সর্বদা আমাদের সংগ্রাম করে যেতে হবে। বর্তমানে দাদা অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছে। দিনের পর দিন নতুনত্ব প্রজেক্ট আমাদের সামনে আসছে সত্যি এটা আমাদের জন্য বেশ কল্যাণকর। সামনে যেন আরো সুন্দরভাবে কাজ করতে পারি।শুরু করতে যাচ্ছি কিন্তু কিছুতেই শুরু করতে পারতেছি না আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।