চাঁদনী রাতের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #60

razuahmed -

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে আপনাদের।


আমার তৈরি আর্ট


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

অঙ্কনের ধাপ-১

|

|


প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও 1১২১১X১৬২৫ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

প্রথমে একটি লেয়ার খুলে সেটির উপর এলিপ্টিকাল মারকিউ টুল দিয়ে নিচের দিকে একটি অংশ বানিয়ে নেই। এর পর এটিতে গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি। আর রঙ করি।


অঙ্কনের ধাপ-৩

এবার সেই লেয়ার এর লেয়ার মাস্ক এর উপর লিগাসি ব্রাশ টুল এর মাধ্যমে ঘাস এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৪

এবার ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি। আর নিচের লেয়ার এর কালার পরিবর্তন করি।


অঙ্কনের ধাপ-৫

এবার নতুন একটি লেয়ার এ পেন টুল ব্যবহার করে কিছু পাহাড় এঁকে দেই। যা মনে হবে অনেক দূরে অবস্থিত।


অঙ্কনের ধাপ-৬

এবার আরো একটি লেয়ার খুলে কাস্টম ব্রাশ টুল এর মাধ্যমে দুইটি খেজুর গাছ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৭

এবার মাঝের অংশটিতে কিছু ঢেউ এর সৃষ্টি করি। যেনো মনে হয় এটি পানি।


অঙ্কনের ধাপ-৮

এবার এলিপ্টিকাল মারকিউ টুল দিয়ে ছোট করে একটি চাঁদ এঁকে দেই।


অঙ্কনের ধাপ-৯

এবার আকাশে কিছু তারা যুক্ত করলাম। তারপর অরিনিক প্লাগিন ব্যবহার করে চাঁদ ও তারার উজ্জ্বলতা বৃদ্ধি করলাম।


অঙ্কনের ধাপ-১০

এবার আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি৷

চাঁদনী রাত।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

⋆ 🎀 𝒞😍𝓃𝓃𝑒𝒸𝓉 𝑀𝑒 🏵𝓃 🎀 ⋆
Discord | Twitter | Facebook
Steemit |Instagram | Youtube |