পাহাড়ি দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #189

razuahmed -

হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।



সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কি খবর সবার। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোর দলে। যদিও এই তীব্র গরমে ভালো থাকা অনেকটাই কষ্টের। তবুও ভালো থাকতেই হয়। এই গরম যে কবে শেষ হবে জানিনা আমি। তবে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে বেচে থাকতে হলে।


আমার তৈরি আর্ট


ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-

অঙ্কনের ধাপ-১


প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।


অঙ্কনের ধাপ-২

প্রথমেই আমি নতুন একটি লেয়ার খুলে নেই।


অঙ্কনের ধাপ-৩

এবার আমি লেসো টুল ব্যবহার করে নিচের মাটির অংশ তৈরি করি। তারপর এটিকে গাঢ় নীল রঙ দিয়ে ভরাট করি।


অঙ্কনের ধাপ-৪

একই ভাবে পেছনে আরো কিছু লেয়ার তৈরি করি।


অঙ্কনের ধাপ-৫

এবার কাষ্টম ব্রাশ টুল দিয়ে কিছু পাইন গাছ এঁকে দেই লেয়ার গুলোতে।


অঙ্কনের ধাপ-৬

এবার আমি ব্যাকগ্রাউন্ড এ গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।


অঙ্কনের ধাপ-৭

এবার আবারো কাষ্টম ব্রাশ টুল ব্যবহার করে আকাশে মেঘ যুক্ত করে দেই।


অঙ্কনের ধাপ-৮

এবার এবার প্রথম লেয়ার এ হরিণ ও ঘাস যুক্ত করি। মনে হয় হরিণ ঘাস খাচ্ছে।


অঙ্কনের ধাপ-৯

এবার কালার কারেকশন করে ছবির সৌন্দর্য বৃদ্ধি করি।


অঙ্কনের ধাপ-১০

আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি।

আমার করা আর্ট।


তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।



░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░

আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।


VOTE @bangla.witness as witness



OR

SET @rme as your proxy