সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ দিনটা অনেক সাধারন ছিলো। ভেবেছিলাম ভালো গেঞ্জাম হতে পারে রাস্তায়। কিন্তু না একদম ঠান্ডা ছিলো পরিবেশ। যাক অফিসে শেষে একটু ক্লিন করিয়েছি আমার সেকশন টা। কাল হেড অফিস থেকে স্যার রা আসবে। তাই এই পরিষ্কার আরকি। তো আজ অনেকদিন পর কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি কিন্তু খুব একটা ভালো আবৃত্তি করতে পারিনা। তবে আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। তাই মাঝে মাঝেই আপনাদের মাঝে আমি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হই। এতে আলাদা একটা মজা কাজ করে। তাই আমি মাঝে মাঝে চেষ্টাও করে থাকি। অনেকদিন ধরেই কবিতা আবৃত্তি করছিলাম না। সুযোগ খুচ্ছিলাম। তবে রেকর্ড করার সুযোগ হয়ে উঠেনি। তাই আজ সুযোগ পেয়ে করে নিলাম। আজ যে কবিতাটি আবৃত্তি করবো সেটি হচ্ছে জীবনানন্দ দাশ এর অন্য প্রেমিককে। আমার কাছে ভালো লেগেছে কবিতাটি। তো এবার আপনারা শুনুন-
আমার আবৃত্তি -
তো এই ছিলো আজকের পোস্ট এ। আশা করি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভকামনা রইলো সবার জন্য।
আমি রাজু আহমেদ। আমি একজন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বি.এস.সি ইঞ্জিনিয়ারিং পড়ছি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে। আমি বাঙ্গালী তাই বাংলা ভাষায় লিখতে ও পড়তে পছন্দ করি। ফোন দিয়ে ছোটখাট ছবি তোলাই আমার সখ। এছাড়াও ঘুরতে অনেক ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR