মানুষ একটা আজব প্রাণী। কেননা এই মানুষকে চেনা বড়ই মুশকিল। আসলে এই পৃথিবীতে যারা সৎ লোক তারা কখনো কোন কাজকে ভয় পায় না এবং অন্যায়কে তারা কখনো প্রশ্রয় দেয় না। আসলে এসব মানুষ সর্বদা সত্য কথা বলে। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে যারা সব সময় সত্য কথা বলে তারা কখনো তাদের নিজেদের চরিত্রকে পরিবর্তন করে না। আসলে সত্য কথা বলার মত এমন সৎ সাহস কিন্তু পৃথিবীতে সবার ভিতরে নেই। এই পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মানুষেরা বিভিন্ন অসাধু কাজের জন্য মিথ্যার আশ্রয় নেয়। আসলে একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যা কথাকে চাপা দিতে আপনাকে আরো কয়েকশো মিথ্যা কথা বলতে হবে। তবু আপনি সে মিথ্যা কথাকে কখনো চাপা রাখতে পারবেন না।
কিন্তু আপনি যত বড়ই অন্যায় করুন না কেন আপনি যদি সত্য কথা বলে দেন তাহলে এর পরে কেউ আর আপনাকে কোন প্রশ্ন করবে না। আসলে আমার মনে হয় যে যারা সত্যবাদী তারা কখনো কোন ধরনের অন্যায় কাজ করতে পারেনা। এই পৃথিবীতে মানুষ কিন্তু একদম নির্ভুল নয়। অর্থাৎ এই মানুষের ভুল-ত্রুটি নিয়েই তাদের জীবন। আমার মনে হয় যারা এই পৃথিবীতে সব সময় কাজের ভিতর থাকে তাদেরই সবথেকে বেশি ভুল হয়। আসলে মানুষ যদি কাজ করতে যায় তখন সেই কাজে তাদের বিভিন্ন ধরনের ভুল হতেই পারে। যদিও তারা সেই ভুলটাকে পুনরায় আবার সংশোধন করার চেষ্টা করে। কিন্তু আমরা যদি মিথ্যার আশ্রয় নিয়ে কোন কাজ করতে যাই তাহলে প্রথমেই আমরা সেই কাজে অসফল হয়ে যাব এবং সেই কাজটি আমাদের দ্বারা আর কখনোই হবে না।
আসলে টিভিতে অনেক মানুষ ছিলেন যারা কখনো বিপদে পড়েও তারা তাদের সত্যকে কখনো চাপা রাখেনি। এমন এমন অনেক মানুষ রয়েছেন যারা তাদের সত্য কথা বলার জন্য তাদের নিজেদের প্রাণটা দিতে হয়েছিল। কিন্তু কোন নির্দোষ ব্যক্তিকে বাঁচানোর জন্য দু একটা মিথ্যা কথা বলতে হয় তাহলে এতে করে কোন দোষ থাকে না। আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে যদি আমরা সৎ ভাবে চলতে পারি এবং সৎ কাজকর্ম করতে পারি তাহলে আমরা জীবনেও কখনো কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার কোন প্রয়োজন হবে না। আসলে সত্যবাদী লোককে সমাজের সবাই পছন্দ করে এবং ভালোবাসে। কেননা সত্য কথা বলার মত এমন সৎ সাহস ব্যক্তি সচরাচর কোথাও খুঁজে পাওয়া যায় না। আসলে কোন কাজ যদি আপনি করে থাকেন এবং সেটি অন্যের কাছে স্বীকার করেন তাহলে সেই বিষয় নিয়ে আর কোন মন্তব্য থাকে না।
আর এই জন্য আমাদের সবসময় সত্য কথা বলতে হবে এবং সৎ পথে চলতে হবে। যদি আমরা সত্য কথা বলার মত সৎ সাহস নিজেদের ভিতরে জাগ্রত করতে পারি তাহলে কোন বাঁধা আমাদের আর আটকে রাখতে পারবে না। আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে নিজেদেরকে সব সময় ভালো পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কোন কাজে কোন মিথ্যার আশ্রয় কখনো না নিয়ে সবসময় সত্যের আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের কাজের সমাধান করে দেওয়া উচিত। আর এর মাধ্যমে হয়তোবা আমরা সবার কাছে ভালো না হলেও যাদের কাছে ভালো থাকব তারা কিন্তু আমাদের সবসময় মন থেকে ভালবাসবে। কেননা এই পৃথিবীতে অনেক খারাপ মানুষ রয়েছে যারা কখনো এই সত্যবাদী লোক গুলোকে পছন্দ করে না। আসলে এসব খারাপ ব্যক্তিদের কথা উপেক্ষা করে আমাদের সবসময় সত্য কথা বলা উচিত।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।