আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
made by canva
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটি লেখা আপনাদের সাথে শেয়ার করি।যে লেখাগুলো প্রতিনিয়ত আমরা দেখে আসছি।অবশ্য লেখা দেখছি না।কিন্তু যেসব মানুষদেরকে নিয়ে লিখবো। সেই সব মানুষদেরকে আমরা প্রতিনিয়ত চোখের সামনে দেখে আসছি। কিন্তু শুধুমাত্র নিজেরা যেনো অনেক বেশি ঝামেলায় জড়িয়ে না পরি। সেসবের জন্য ওই মানুষগুলোর সাথে খুব একটা সম্পর্ক রাখতে যায় না। কিংবা সম্পর্ক রাখার ইচ্ছে ও পোষণ করি না। কিন্তু তাও ভাবলাম যে, তাদেরকে নিয়ে অন্তত একটু লেখালেখি করাই যায়। কারণ জীবনের প্রতিটি ব্যাপার হয়তো আপনাদের সাথে অনেকটাই শেয়ার করা হয়।
সাধারণত যারা একটু লেখালেখি করে। তাদের এই অভ্যাসটা রয়েছে। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, জীবনের প্রতিটি সমস্যা, জীবনের প্রতিটি আনন্দ তারা তাদের লেখার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমার চিন্তাটাও ঠিক তাই। অর্থাৎ আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলতে এসেছি। তাদেরকে আসলে কখনোই আমরা চিনতে পারবো না এবং ভবিষ্যতেও তা পারবো না। কারণ তাদের মুখোশের আড়ালেই মুখোশ থাকে।
সাধারণত মানুষের একটা মুখোশ থাকে। অর্থাৎ মানুষ ভেতরে ভেতরে খারাপ হলেও উপরে একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে। কিন্তু কিছু কিছু মানুষের অবস্থা দেখলে মনে হয়, তাদের যে আসল ব্যক্তিত্ব কোনটা সেটা বের করা অনেক বেশি মুশকিল। তেমন কিছু মানুষদের মধ্যে এক প্রকার মানুষ হলো, তারা কাউকেই পছন্দ করে না। কিন্তু যেখানেই তাদের লাভ দেখে, যেখানেই তাদের প্রফিট দেখে, সেখানেই তারা ওই মানুষের পক্ষে হয়ে কথা বলে। অর্থাৎ তাদের আসলে হাজার খানেক মুখোশ। তাদের আসল মন, তাদের আসল চেহারা কোনটা সেটা বের করা অসম্ভব।
এই মানুষগুলোকে আমার একটু বেশি ভয় করে। কারণ তারা কোনটা সত্যি কথা বলছে আর কোনটা মিথ্যা কথা বলছে, সেটা বের করা অনেকটা বলা চলে অসম্ভব। তবে এই ধরনের মানুষেরা এইসব কর্মকাণ্ড করে, কি করে রাতে শান্তিতে ঘুমায়! আমার জানা নেই। কারণ একটা ব্যাপার আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা। আমরা যখন কোনো অন্যায় করি। তখন কিন্তু সেটা অন্যরা না জানলেও আমরা মনে মনে ঠিকই জানি যে, আমরা অন্যায় করেছি। তাই আমি ভাবছিলাম যে, যারা এমন ধরনের মানুষ। তাদের কি কখনোই এসব বোধ জাগ্রত হয়!