New to Nutbox?

উপকার করার মন মানসিকতা

0 comments

raintears
76
28 days agoSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উপকার করার মন মানসিকতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


help-1013700_1280.webp



লিংক


এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করে। আসলে এক একজন মানুষের মন মানসিকতা এক এক ধরনের হয়ে থাকে। আপনি এই পৃথিবীতে কোন মানুষকে কখনো সমান দেখবেন না। এই বিভিন্ন মানুষের মন মানসিকতা যেমন আলাদা তেমনি তাদের কাজ করার ধরনও আলাদা। আপনি একই রকম কাজ যদি এইসব আলাদা আলাদা ব্যক্তিদেরকে করতে দেন তাহলে সেই একই রকমের কাজটি এক একজনের এক এক রকমের হয়ে থাকবে। কারো কাজের সাথে আপনি কারো কাজের কখনো মিল খুঁজে পাবেন না। এই পৃথিবীতে সবার উপকার করার মত মন মানসিকতা কখনোই থাকে না। কেননা এই পৃথিবীতে সবাই স্বার্থের পিছনে ছুটে বেড়ায়। যার পিছনে ঘুরলে আমাদের উপকার হয় শুধুমাত্র তাদের পিছনে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করি।


আসলে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া আপনি একটি মানুষকে কখনো খুঁজে পাবেন না। কেননা আপনাকে বিনা স্বার্থে কেউ কখনো উপকার করবে না। কিন্তু যারা সবসময় চেষ্টা করে যে বিনা স্বার্থে অপরের উপকার করার এবং তাদের দুঃখ কষ্ট গুলো সব সময় একসাথে ভাগ করে নেওয়ার তারাই কিন্তু একটা প্রকৃত মানুষ। এই পৃথিবীতে অনেক লোক আছে যাদেরকে আপনি সব সময় উপকার করে গেছেন এবং কোনো একটা সময় আপনি বিপদে পড়লে সেই মানুষগুলো কখনো আপনার কাছে এসে আপনাকে সেই বিপদ থেকে কখনো উদ্ধার করবে না। কেননা এই বিপদের মাঝে যারা মানুষকে ছেড়ে দিয়ে দূরে সরে যায় তারা কিন্তু কখনো আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু তারাই যারা কখনো আপনাকে বিপদের সময় একা ফেলে দূরে সরে যায় না।


আসলে আমাদের মানুষের মন মানসিকতা ঠিক এই রকম হওয়া উচিত। কেননা আমরা যদি পরিবর্তন হয়ে যাই তাহলে আমাদের সমাজের মাঝে বিশৃঙ্খলা তার সৃষ্টি হবে। আর এই বিশৃঙ্খলা তার ফলে সমাজ ব্যবস্থা দিন দিন ভেঙ্গে পড়বে। আসলে প্রাচীনকাল থেকে মানুষ এক জায়গায় বসবাস করে আসছে এবং একে অন্যের সাহায্য করে আসছে। আসলে প্রাচীনকালে যদি মানুষ একই জায়গায় বসবাস না করতো তাহলে মানুষের এই অস্তিত্ব আর কখনোই থাকতো না। আসলে আগেকার মানুষ সবসময় একে অন্যের উপকার করতো এবং তারা মনে করত যে তারা সবাই একই পরিবারের লোক। কিন্তু এখনকার সময়ে এই ধরনের মন মানসিকতার লোক কখনো খুঁজে পাওয়া যায় না। আপনি আর একটা বিষয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখন সবাই সবার নিজের মতো চলাফেরা করতে অনেক বেশি পছন্দ করে।


আসলে আমরা যদি সমাজের সবার সাথে মিলেমিশে একসাথে চলাচল করতে না পারি তাহলে সেই সমাজের কোন মূল্য কখনোই থাকবে না। এখনো অনেক গ্রামের দিকে রয়েছে যেখানে মানুষেরা এখনো তাদের সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তারা সব সময় এক জায়গায় বসবাস করে আসছে এবং একে অন্যের বিপদে আপদে সবসময় এগিয়ে আসছে। এভাবে যদি তারা সব সময় একে অন্যের বিপদে আপদে এগিয়ে আসতে পারে তাহলে কোন প্রকার শক্তি তাদের কখনো আলাদা করতে পারবে না। এজন্য আমাদের সব সময় একে অন্যের উপকার করার মত মন মানসিকতা রাখতে হবে এবং কখনো কারো বিরুদ্ধে কোনো প্রকার অন্যায় কাজ করা যাবে না। আসলে আমরা যদি একে অন্যের উপকার করি তাহলে সবাই মিলে এই সমাজে সুস্থ ভাবে বসবাস করতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest