সততার পুরস্কার (চতুর্থ পর্ব)
1 comment
যে সেখান থেকে দুই চার মাস পর পর হয়তো একবার বাড়িতে আসা যাবে। সে বুঝতে পারে ইচ্ছা করেই তাকে দুরে বদলি করা হয়েছে। যেহেতু বদলি করা হয়েছে তাই তাকে যেতেই হবে। ফুয়াদ নির্ধারিত সময়ে নিজের জিনিসপত্র নিয়ে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। তবে নতুন অফিসে জয়েন করে সে আরো ঝামেলায় পড়ে। কারণ সেই অফিসে যাওয়ার পরেই সে বুঝতে পারে তার সম্বন্ধে আগে এই অফিসের লোকজনকে বলে রাখা হয়েছে। তারা কেউই তাকে কোনো কাজে সহযোগিতা করে না। বলতে গেলে ফুয়াদ অফিসের ভিতর একা একাই সময় কাটায়।
এমনকি সেখানে পৌঁছানোর পর তাকে কোনো টেবিলেও দেয়া হয় না বসার জন্য। তাকে বলা হয় অফিসের আসবাবপত্র কম আছে। পরবর্তীতে যখন অফিসের জন্য সরকারি ভাবে আসবাবপত্র বরাদ্দ হবে। তখন সে বসার টেবিল পাবে। টেবিল না থাকার কারণে ফুয়াদ সারাদিন একটা টুলে বসে কাটায়। এদিকে নতুন জায়গায় গিয়ে থাকা খাওয়া নিয়েও সে নানা রকম সমস্যায় পড়ে। এ সমস্ত ক্ষেত্রে সাধারণত নতুন অফিসের কলিগরা খুব সাহায্য করে থাকে। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments