মানব সেবায় প্রাণ বিসর্জন (ষষ্ঠ পর্ব)

raintears -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


মুগ্ধদের নৌকা উদ্ধারকৃত লোকজন নিয়ে উঁচু জায়গার উদ্দেশ্যে রওনা দিলো। কিন্তু যেতে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছিলো। কারণ পানির তীব্র স্রোতে মনে হচ্ছিল তাদের নৌকাটা যেকোনো সময় ডুবে যাবে। তারপরও একটা সময় বহু চেষ্টা করে এবং কষ্ট করে তারা শুকনো জায়গায় পৌঁছাতে সমর্থ্য হোলো। সেখানে গিয়ে তারা নৌকায় থাকা লোকজন গুলোকে নামিয়ে আবার ফিরে চললো। আটকে থাকা বাকি লোকজন গুলোকে উদ্ধার করতে। কিন্তু যখন তারা সেই গ্রামের কাছাকাছি পৌঁছালো। তখন তারা ভয়াবহ স্রোতের সম্মুখীন হোলো। তখন মুগ্ধদের সাথে থাকা কয়েকজন বললো এর ভিতর আর আগানো সম্ভব না।

চলো আমরা ফিরে যাই। কিন্তু মুগ্ধ ফিরে যেতে রাজি হোলো না। সে বলল আমরা যদি এখন তাদেরকে উদ্ধার করতে না পারি তাহলে লোকগুলো সবাই মারা যাবে। যে করেই হোক আমাদের তাদেরকে উদ্ধারের চেষ্টা করতে হবে। শেষ পর্যন্ত মুগ্ধর বাধার কারণে তাদের নৌকা এগিয়ে চলতে লাগলো। শেষ পর্যন্ত মুগ্ধরা যখন সেই গ্রামে গিয়ে পৌঁছালো। তখন তারা খেয়াল করে দেখে আর কিছুক্ষণ দেরি হলে হয়তো কাউকেই তারা বাঁচাতে পারতো না। তবে সেখানে পৌঁছেও তারা বড় একটা সমস্যার সম্মুখীন হোলো। একেতো পানির স্রোত আগের থেকে অনেক বেড়েছে।

সেই সাথে পানির উচ্চতাও অনেক বেড়েছে। তার সাথে আগে তারা যে পরিমাণ লোক দেখেছিলো। এখন সেখানে আরো বেশি লোক দেখতে পেলো। আশেপাশের আরো কিছু বাড়িঘর থেকে সেখানে আরো কিছু লোকজন এসে জড়ো হয়েছে। মুগ্ধরা চিন্তা করতে লাগলো সব মানুষকে যদি নৌকায় উঠানো হয় তাহলে নৌকাটা নিশ্চিত ডুবে যাবে। কিন্তু এদিকে তারা কাউকে নিষেধও করতে পারছিল না। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ