মেন্টালি স্ট্রং মানেই আঘাত করা যায়?
1 comment
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটি লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হই। যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত হয়তো আলোচনা করি। কিন্তু এটা নিয়ে আসলে লেখালেখি খুব একটা দেখা যায় না এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ হয়তো এখন ভাবছেন কোন ব্যাপার নিয়ে কথা বলছি। এই যে আমি টাইটেলে লিখলাম অর্থাৎ মেন্টালি যারা স্ট্রং তাদেরকে আমরা সব সময় আঘাত দিতে চাই।
হয়তো আমার কথাগুলো কিছুটা এলোমেলো কিংবা অগোছালো রকমের হয়ে যাচ্ছে। তাই আমি কিছুটা গুছিয়ে বলার চেষ্টা করছি। অর্থাৎ ধরুন আমাদের পরিবারে এমন একজন মানুষ রয়েছে যার ব্যক্তিত্ব যথেষ্ট স্ট্রং যে মেন্টালিটির দিক দিয়েও যথেষ্ট স্ট্রং। আবার এমন একজন মানুষ রয়েছে, যে সহজেই দুর্বল হয়ে পরে কোনো খারাপ সংবাদ, কোনো খারাপ পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেনা। অর্থাৎ যাকে মেন্টালিটি কিছুটা উইক বলা চলে।
এখন একটা ব্যাপার খেয়াল করে দেখবেন। যার মানষিক ভাবে স্ট্রং কিংবা যে মেন্টালি স্ট্রং। তাকে সবসময় পরিবারের বড় বড় দায়িত্ব দেওয়া হয় এবং প্রতিটি বড় বড় দায়িত্বেই কিন্তু কোনো না কোনো ভুল থাকে এবং ওই ভুলগুলোর জন্যেও তাকেই দায়ী করা হয়। অর্থাৎ যার কাঁধে বেশি দায়িত্ব দিবেন। তারই বেশি ভুল হবে, ব্যাপারটা স্বাভাবিক। অর্থাৎ ধরুন কেউ একজন অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। আবার কেউ একজনকে কোনো দায়িত্বই দেওয়া হলো না। এখন যাকে কোনো দায়িত্ব দেওয়া হলো না, স্বাভাবিকভাবে তার কোন ভুল হবে না।
আমি ঠিক এই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ মেন্টালি স্ট্রং মানেই তাকে সব দায়িত্ব দেওয়া হবে। এরপরে তাকে বারবার আঘাত দেওয়া হবে। এসবের তো কোনো মানে নেই! তাই না? কারণ সে মেন্টালি স্ট্রং মানেই আপনি সবসময় তাকে আঘাত করবেন, সবসময় তার কাঁধে দায়িত্বের বোঝা তুলে দিয়ে যে মেন্টালি উইক তাকে সব সময় রিলিফ দিয়ে রাখবেন। এমন আসলে চলতে পারেনা। অন্তত আমার মতে চলতে পারে না। কারণ যে মেন্টালি উইক, তাকে দায়িত্ব নিতে শেখানো আমাদের দায়িত্ব।
কিন্তু বেশিরভাগ সময় আমরা এমনটা না করে সবসময় ওই যে, যে বা যারা মেন্টালি একটু স্ট্রং। তাদের উপরে আঘাত করি এবং তাদেরকেই বারবার ধৈর্যের মাধ্যমে নিজের স্ট্রং থাকার পরিস্থিতির পরীক্ষা দিতে হয়।
Comments