New to Nutbox?

সবাইকেই বন্ধু বলা বন্ধ করুন!

0 comments

raintears
73
3 days agoSteemit2 min read
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সাধারণত যে ব্যাপারটা একটু কম বলতে পারি। অর্থাৎ আমরা জীবন সঙ্গিনী এই ব্যাপারটা কম বলতে পারি। আমরা ক্লাসমেট ব্যাপারটা কম বলতে পারি। আমরা কলিগ ব্যাপারটা কম বলতে পারি। আমরা সাথে পড়াশোনা করে, সেটাও কম বলতে পারি। অর্থাৎ ধরুন আপনার পাশে একজন হাঁটছে। এবং অপরজন এসে জিজ্ঞেস করলো যে, সে আপনার কে হয়। আপনি বেশিরভাগ সময় ই উত্তর দেবেন যে, "সে আপনার বন্ধু "

আজকে আমি এই ব্যাপারটি নিয়েই কথা বলবো। অর্থাৎ এই যে আমরা বন্ধু বলাটা বন্ধ করতে পারি না। এটাই আমাদের অনেক বড় একটি দুর্বলতা। অর্থাৎ প্রথমেই আমাদের যেটা বুঝতে হবে। সেটা হচ্ছে, আমাদের ক্লাসমেট কিন্তু আমাদের বন্ধু হয় না। অর্থাৎ ক্লাসমেট বলেই যে তাকে বন্ধু বলে আখ্যায়িত করতে হবে। তার কোনো মানে নেই। কারণ বেশিরভাগ ক্লাসমেটরা কখনোই বন্ধুর মতোন আচরণ করে না।

ঠিক তেমনটাই, কলিগ কেউ বেশিরভাগ সময় বন্ধু বলে আখ্যায়িত করি, যেটা উচিত নয়। কারণ কলিগ যে সব সময় আমার, আপনার সাথে বন্ধুর মতোন আচরণ করবে, এটা কিন্তু নয়। আর তার চেয়েও বিশেষ একটি ব্যাপার হলো। বন্ধু ব্যাপারটি অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল ব্যাপারটির সাথে সকলকে মিলিয়ে ফেলা কখনোই উচিত নয়। কারণ একটা মানুষ তার জীবনে হাতে গোনা ই বন্ধু পায়। তাই সকলকেই বন্ধু ডাকাটা আমাদের বন্ধ করতে হবে। কারণ আমরা যখন কাউকে বন্ধু বলে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছি। তখন কিন্তু সেই মানুষটি থেকে আমাদের একটা এক্সপেক্টেশন তৈরি হচ্ছে ।

আর ঠিক এই এক্সপেক্টেশনটাই আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়,পরবর্তীতে তাদের বিভিন্ন খারাপ আচরণে। তাই নিজেকে স্ট্রং রাখার জন্য এবং নিজেদের এক্সপেক্টেশনটা যেনো নষ্ট না হয়। সে কারণেই সকলকে বন্ধু ডাকাটা বন্ধ করতে হবে। বন্ধু আমাদের সে ই, যে আমাদের প্রকৃতভাবে সাহায্য করে এবং প্রকৃতভাবেই আমাদের মনের মানুষ।

Comments

Sort byBest