আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগের বিষয় কাগজ দিয়ে তৈরি কাগজের নকশা।কাগজের নকশা অনেকদিন পর তৈরি করার জন্য প্রথম নকশাটি কাটতে গিয়ে ভুল করে ফেলেছিলাম।তাই আবার দ্বিতীয়বারের মত তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছি।এই নকশাগুলো কাটিং এর সময় একটু ভুল হলেই পুরো নকশাটি নষ্ট হয়ে যায়।যেহেতু অনেক দিন নকশা পোস্ট গুলো করা হয়না তাই ভাবলাম পোস্টে ভিন্নতা আনতে আজ একটু শেয়ার করি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমার ফুলের নকশা তৈরির ধাপগুলো ।
আমি খুব সহজেই ডাই টি তৈরি করেছি,নিম্নে ধাপগুলো দেখুন।
প্রথমে চতুর্ভুজ আকৃতির করে কাগজটি কেটে নিয়েছি।তারপর মাঝ বরাবর কোনাকুনি তিনটি ভাজ দিয়ে নিয়েছি একইভাবে।
এবার সর্বশেষ ভাজটি দিয়ে বাড়তি অংশ কেটে নিয়েছি।এবং ডিজাইন বরাবর কেচি দিয়ে কেটে নিয়েছি।
এবার ডিজাইন এঁকে নিয়েছি ।
এবার ডিজাইন বরাবর কেটে নিয়েছি ।
এবার একটি করে ভাজ খুললে আমার কাঙ্খিত নকশাটি পেয়েছি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | নিজ বাসভবন |
VOTE @bangla.witness as witness
OR
VOTE @bangla.witness as witness