বাংলাদেশ বনাম বিদেশ এবং মানুষের ভিন্নতা

rahnumanurdisha -
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

ছবির উৎস

আজকে আপনাদের সাথে কোনো ধরনের সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব না।আমার মনের অগোছালো কিছু বিষয়, যেগুলো আজ আপনাদের সাথে আলোচনা করব।আমার চিন্তাভাবনা গুলোর সাথে আপনারা কি একমত নাকি সেটা জানতে ইচ্ছা হলো এজন্যই আজকের এই জেনারেল রাইটিং পোস্ট।আচ্ছা তার আগে আমার একটি প্রশ্ন আছে সেটার উত্তর দিন বন্ধুরা!মানুষ কেন বিদেশে পাড়ি জমাতে চায়?আপনাদের উত্তর যতদূর সম্ভব হবে ভালো ইনকাম ,সুন্দর একটি জীবনের নিশ্চয়তার জন্য মানুষ বিদেশে পাড়ি দেয়।অনেকেই অভিবাসী হয়ে কাজ করার জন্য যায় আবার অনেকে ওই দেশের নাগরিক হয়ে সারাজীবনের জন্য পরিবার সহ স্যাটেল করেন।নিজেদের জীবনের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে থাকতে মানুষ পছন্দ করে থাকে।যেই দেশগুলোতে সব ঋতু উপভোগ করা যায়না।সারা বছর কিছু কিছু শীত প্রধান দেশে হিটারের মধ্যে থাকতে হয়।আবার কিছু গরম প্রধান দেশে থাকতে হয় এসির মধ্যে।প্রকৃতির মুক্ত বাতাসের স্বাচ্ছন্দ্য কি কৃত্রিমভাবে পাওয়া যায়।অনেকের মতে হয়তো যায় আবার অনেকের মতে না।তাহলে কেন শহরের মানুষ গুলো গ্রামকে এত বেশি পছন্দ করে।কোনো উপলক্ষে ছুটি পেলেই চলে যায় গ্রামে আনন্দের সময় কাটাতে প্রকৃতির সাথে সময় গুলো ভাগ করতে।

এবার আসি আমার মতামত নিয়ে,বিভিন্ন বই থেকে জেনেছি ১৭০০-১৮০০ বা তার আগেও ওই সকল ইউরোপ ,আমেরিকার দেশগুলো এতটা উন্নত ছিলনা এখনকার মতো।ওই সময় বেশিরভাগ দুর্ভিক্ষ দেখা যেত ইউরোপ,আমেরিকার দেশগুলোতে।এমন অবস্থা ছিল যে মানুষ না খেয়ে মারা যেত।আমি একটি বই এ পড়েছিলাম দুর্ভিক্ষের জন্য খাবারের এত অভাব ছিল যে মানুষ মরে যাওয়া মানুষের মাংস খেয়েও জীবন বাঁচিয়েছিলেন।অন্যদিকে আমাদের এশিয়া মহাদেশের ছোট্ট দেশ বাংলাদেশ, এখানে এত পরিমাণ ধন-সম্পদ ,প্রাচুর্যে ভরপুর ছিল অন্যান্য দেশ থেকে আমাদের দেশে লোকজন এসে ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে লাভবান হতো।ইংরেজরা আমাদের দেশে এসে সবকিছু এভাবেই নিয়ে তাদের দেশকে উন্নত করেছে।এখানে মজার একটি থিওরি ছিল তাদের,যে আমাদের দেশে একেকজন মানুষ একেক রকম দেখতে হওয়ায় তাদের চিন্তাভাবনা এরকম ছিল যে, আমাদের বুদ্ধি একেকজনের একেক রকম হবে অর্থাৎ মত পার্থক্য থাকবে।তাই কিছু সুবিধাবাদী লোকজনকে কাজে লাগিয়ে তারা তাদের স্বার্থ সিদ্ধি করে আমাদের দেশ থেকে অঢেল সম্পদ নিয়ে নিজেদের দেশগুলো উন্নত করেছে।এজন্য তাদের দেশ এখন এত বেশি উন্নত।

অন্যদিকে আমাদের এত সম্পদ ,প্রাচুর্যে ভরপুর থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ এতটা অনুন্নত দেশ হিসেবে পরিচিত।আমাদের বাংলাদেশের মানুষদের আত্নকেন্দ্রিক চিন্তাভাবনা ছিল, এজন্য তারা তাদের মূল্যবান সম্পদ বিদেশীদের কাছে হস্তান্তর করেছিল অল্প কিছু লাভের আশায়।কিন্তু সেই সুবিধাবাদী বাংলার লোকজন গুলো এটা বুঝতে পারেনি যে আমার দেশ চুরি হয়ে যাচ্ছে।অন্যদিকে ইংরেজরা নিজেদের দেশকে সমৃদ্ধি করতে চতুরতা এবং তাদের বুদ্ধিভিত্তিক পরিশ্রমের সাহায্যে নিজেদের দেশকে উন্নত দেশে পরিণত করেছে।আর বাংলাদেশি লোকজন নিজেদের দেশকে এগিয়ে না নিয়ে অন্য দেশে গিয়ে ঘণ্টার পর ঘন্টা শ্রম দিয়ে তাদের দেশকে উন্নত করতে সাহায্য করছে।আমি যতদূর শুনেছি অনেক পরিশ্রমের বিনিময়ে তবেই ভালো অংকের টাকা ইনকাম করে থাকে প্রবাসী বাংলাদেশীরা।অথচ তারা এই পরিশ্রম নিজের দেশে করতে চায়না।অবশ্য তারা কারণ দেখায় এটাই যে, কাজের সুযোগ নেই আমাদের দেশে।কাজের সুযোগ তো নিজেদের সৃষ্টি করে নিতে হয় ঠিক একইভাবে অন্য দেশের মতো করে।সবশেষে বলবো,মানুষ হিসেবে আমরা বাংলাদেশীরা বিদেশীদের থেকে বিশ্বস্ততা থেকে শুরু করে সবদিক দিয়েই পিছিয়ে। এজন্যই হয়তো আজ আমরা নিজেদেরকে উন্নত করতে পারিনি পিছিয়ে পড়েছি অর্থনীতি থেকে শুরু করে সবদিকেই।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ দুই বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -17th November,2024


VOTE @bangla.witness as witness



OR

VOTE @bangla.witness as witness



Posted using SteemPro Mobile