৩৩ স্টিম পাওয়ার আপ

rahimakhatun -

১১ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ ।


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ।

আমি আজকে একেবারে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে সিজন -৩ এ স্টিম পাওয়ার বৃদ্ধিতে অংশগ্রহন করবো।অনেক দিন পর পাওয়ার আপের পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমরা সকলে জানি পাওয়ার মানি শক্তি। তাই আইডি এর শক্তি বৃদ্ধির জন্য পাওয়ার আপ করতে হয়। যত বেশি পাওয়ার ঠিক ততই বেশি শক্তি। আমি আজকে ৩৩ স্টিম পাওয়ার আপ করেছি।

পাওয়ার বৃদ্ধির করার প্রক্রিয়া

আগের স্টিম পাওয়ার

আমার আগের টোটাল৩৪৬৫ স্টিম ছিল। এবং স্টিম পাওয়ার ছিল ৭৪৪০steem স্টিম পাওয়ার।

পাওয়ার বৃদ্ধি করবো

স্টিম থেকে পাওয়ার আপ এ যাবো।

পাওয়ার বৃদ্ধি সময়

পাওয়ার বৃদ্ধি পর

হয়ে গেলো আমার পাওয়ার আপ

হয়ে গেলো আমার পাওয়ার আপ steem steemথেকে 6668 steemsteem বৃদ্ধি। অর্থাৎ33স্টিম পাওয়ার আপ।

সারকথা :

আপনারা পাওয়ার আপ করবেন ,এবং অন্যকে উৎসাহিত করবেন। তাহলে আপনার আইডির শক্তি পাবে। পাওয়ার আপ করলে ভোট দিয়ে বেশি পরিমান কিউরেশন পাওয়া যায়। অন্যদেরকে ভোট দিয়ে লাভবান হওয়া যায়। যত বেশি পাওয়ার আপ করবো ততো বেশি ক্ষমতা বৃদ্ধি পাবে।

আজকে আর নয়। প্ররবর্তীতে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন। সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় ।

সবাইকে ধন্যবাদ


ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht



JOIN WITH US ON DISCORD SERVER

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

deviceGalaxyA13
LocationDhaka
photograpy screenshot
250 SP500 SP1000 SP2000 SP5000 SP