নাটক রিভিউ। ( লাভ বাজ )

rahimakhatun -

২০
ই-ফেব্রুয়ারি ২০২৪ খৃস্টাব্দ

ই ফাল্গুন , ১৪২৯ বঙ্গাব্দ।


এখন ষড়ঋতুর বসন্তকাল ।

জ রোজ মঙ্গলবার

প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটি নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামলাভ বাজ
পরিচালক কাজল আরফিন ওমি
সম্পাদনাজুবায়ের আবির পায়েল
অভিনয়েপলাশ ,ইভানা ,সাফা কবির ,পাভেল এবং আরও অনেকে।
দৈর্ঘ্য৫৫ মিনিট
মুক্তির তারিখ১৪ফেব্রুয়ারি ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • সাফা কবির -ইরা
  • ইভানা -ফারিয়া
  • পলাশ -সামি
  • পাভেল -রাব্বি
কাহিনী সারসংক্ষেপ

গল্পের শুরুতেই দুই বন্ধু গাড়ি ড্রাইভা করে আসছে।সামি আর রাব্বি।তারা যাচ্ছে তাদের বান্ধবী ইরার বিয়েতে।তারা চার ফ্রেন্ড। সামি, ইরা,রাব্বি আর ফারিয়া।সামি আর ফারিয়ার প্রেমের সম্পর্ক ছিলো কোন এক কারনে তাদের সম্পর্ক ফাটল ধরে আর তখন ই ফারিয়া দেশের বাহিরে চলে যায়।যাই হোক ইরার বিয়ে ঠিক হয় খুব বড়লোক একটা ছেলের সাথে।তার জন্য পুরো একটি রির্সোট ভাড়া নেয়।

যাই হোক ওরা কথা বলার একফাঁকে ফারিয়া আর তার কাজিন এন্টি নেয়।যা দেখে সবাই অবাক।কারন ফারিয়া যে দেশের বাহির থেকে ইরার বিয়ে অংশগ্রহন করবে তা বুঝতেই পারেনাই।

এর মাঝে রাব্বি এর একটা বিয়ে হয়েছিলো কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে। একটু পর পর তার বউ কথা বলে আফসোস করে।আর ইরার হবু বর খালি কত টাকা খরচ করে তাই নিয়েই খালি গর্ব করে।একদিন ইরা মারুফকে হবু বরকে এই সব কথা না করে বলতে।এতে মারুফের মন খারাপ হয়ে যায় পরে ঠিক করে দেয় ইরা।


একদিন রাব্বি ড্রিংক করে সুইমিং পুলে লাফ দেয়।পরে ওকে উঠে আসতে বলে কিন্তু আসে না পরে ওরা চলে যায় তখন ও উঠে আসে।ফারিয়া কে দেখে সামি চলে যেতে চায় তখন ইরা আর মারুফ আটকায়।তখন সামি থেকে যায়।ফারিয়া আসে তা কাজিনের সাথে। ফারিয়া সামিকে দেখিয়ে দেখিয়ে ক্লোজ হয় এতে করে সামিরের বেশ কষ্ট হয়।


একদিন ওরা সবাই মিলে মুভি দেখতে যায় মুভি দেখে সবাই বেশ ইমোশনাল হয়ে যায়।বিশেষ করে ফারিয়া আর সামি।ফারিয়ার কাজিনের সাথে খারাপ করতে চায় সামি কিন্তু কাজিন আরো বেশি সামিকে দেখে।


একদিন ইরা আর ফারিয়া একসাথে কথা বলে ঠিক তখন ইরা ফারিয়াকে জিজ্ঞেস করতে চায় তখন ফারিয়া সামি সম্পর্কে কোন কথা বলতে না করে।তখন ইরা বলে ফারিয়া তুই ভালো আসিস তো তখন বলে সে অনেক ভালো আছে।তারপর হঠাৎ গাড়ি করে এন্ট্রি নেয় সামিরের কাজিন।কিন্তু সামিরের কাজিনকে দেখে ফারিয়া বেশ জেলাস।

তখন সামির কাজিনকে দেখে বেশ কষ্ট পায়।একদিন তারা জানতে পারে দুইজন দুইজনকে জেলাস করার জন্য কাজিনদেরকে নিয়ে আসে।তারপর সবাই মিলে ঠিক করে তাদের মিলমিশ করিয়ে দিবে।তারপর দুইজন দুইজনের ভুল বুজতে পেরে মিল হয়ে যায়।হঠাৎ একদিন ইরার এনগেজমেন্ট এর রিং হারিয়ে যায় এই নিয়ে ইরার অনেক কথা শুনতে হয় মারুফের কাছে।তখন ইরা সিদ্ধান্ত নেয় মারুফকে বিয়ে করবে না তখন মারুফ কষ্ট পায়।সব ফ্রেন্ডরা মিলে তাদের মিল মিশ করাতে চায় কিন্তু কিছুতেই রাজি হয় না।পরে যখন যে যার বাসায় চলে যেতে চায় তখন মারুফ এসে ইরাকে সরি বলে। পরে সব ঠিক হয়ে যায় এভাবে বিয়ে হয়ে যায়।তারপর নাটকটি শেষ হয়ে যায়।

ব্যক্তিগত মতামত:


নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এমন নাটক দেখতে ভালো লাগে।আসলে জীবনে ফ্রেন্ডের ভূমিকা অপরিসীম।

ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকের লিংক

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

device Galaxy A13
LocationDhaka
Photograpy screenshort

আমার পরিচয়


আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।