#DIY-এসো নিজে করি 'নদীতীরে সন্ধ্যা' অংকনের সহজ পদ্ধতি(10% beneficiary @shy-fox)

rabiul365 -

হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।কারন বাংলাদেশ এবং ভারতে কোভিড-১৯ এর অবস্থা খুব খারাপ।আজকে আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে।তাই আগে নিজে সাবধান হবো,এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো।কিছুদিন হলো ঢাকায় এসেছি।আসার পর আর্ট করা হয় নাই।তাই আজকে ভাবলাম কিছু একটা করি।আজকে আপনাদের মাঝে একটি আর্ট নিয়ে হাজির হয়েছি।আজ আমি 'নদীতীরে সন্ধ্যা' অংকনের সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব।বেশি কথা না বলে চলেন শুরু করি।

'নদীতীরে সন্ধ্যা' অংকনের সহজ পদ্ধতি

ডিভাইসঃ Realme 7 Pro

উপকরণ



১ম ধাপঃ

অফসেট পেপারে ২B পেন্সিল এর সাহায্যে অংকনের বাউন্ডারি লাইন নির্দিষ্ট করি।



২য় ধাপঃ

স্কেলের সাহায্যে উপরের অংশে একটি লাইন ড্র করি,নিচের অংশ হতে ২পাশে হতে চিত্রের ন্যায় অংশ সংযুক্ত করি।



৩য় ধাপঃ

উপরের অংশের লাইনের উপর কম্পাসের সাহায্যে একটি অর্ধবৃত্ত অংকন করি,এটি অস্তমিত সূর্য হিসেবে বিবেচ্য।



৪র্থ ধাপঃ

ডান পাশ হতে ছোট আকৃতির একটি পালতোলা নৌকা অংকন করি।



৫ম ধাপঃ

নিচের অংশের দুই পাশ হতে ঘাস,কাশফুলের গাছ সংক্ষিপ্ত পরিসরে অংকন করি।



৬ষ্ঠ ধাপঃ

4B পেন্সিলের সাহায্যে সূর্যের নির্দিষ্ট স্থান গাঢকরণ করি এবং তার ছায়া স্কেচ করি,পাশাপাশি অন্যান্য অংশ গাঢকরণ করি।



৭ম ধাপঃ

4B পেন্সিলের সাহায্যে পাশাপাশি এবং উপর নিচে কয়েকটি স্থান গাঢকরণ করি।



৮ম ধাপঃ

অতপর আরো স্কেচিং এর মাধ্যমে সম্পূর্ণ অংকন সমাপ্ত করি।


আর এই ধাপের মাধ্যমে আমি শেষ করলাম আজকের আর্ট নদীতীরে সন্ধ্যা' অংকনের সহজ পদ্ধতি।

জানিনা কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।সবার সুস্বাস্থ্য কামনা করছি।

আমার পরিচয়

আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।




Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।