DIY " এসো নিজে করি "হলুদ কালারের জবা ফুলের ডিজিটাল চিত্র অঙ্কন " পদ্ধতি [10% shy-fox]

rabiul365 -
🔥আমার বাংলা ব্লগ 🔥

Today 15th August 2022
আজ ৩১শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ

💞হ্যালো আসসালামুয়ালাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা।সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।আসলে আমার আর্ট করতে বেশ ভালই লাগে। কিছুদিন হইলো ডিজিটাল আর্ট করতেছি।আজকে আমি একটি ভিন্নরকম হলুদ কালারের জবা ফুলের একটি চিত্র শেয়ার করবো।আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশি কথা না বলে চলেন শুরু করি।
হলুদ কালারের জবা ফুলের ডিজিটাল চিত্র অঙ্কন

প্রয়োজনীয় উপকরণ




১ম ধাপঃ

আমি প্রথমে কয়েকটা লেয়ার করে নিয়েছি এবং চিত্রের মতো করে একটি ফুল অঙ্কন করে নিয়েছি।


২য় ধাপঃ

এরপরে খুব সুন্দর করে আরও একটি ফুল অঙ্কন করেছি


৩য় ধাপঃ

এরপরে সুন্দর করে এর আশেপাশে কিছু পাতা অঙ্কন করে নিয়েছি।


৪র্থ ধাপঃ

এরপরে সুন্দর করে আসে পাশে কিছু ছোট ফুল অঙ্কন করে নিয়েছি।


৫ম ধাপঃ

এরপরে ফুলের মাঝে হলুদ এবং লাল রং করে নিয়েছি।


৬ষ্ঠ ধাপঃ

এরপরে পাতাগুলো রং করে নিয়েছি।


৭ম ধাপঃ

এরপরে খুব সুন্দর করে আসে পাশের ছোট ফুলগুলো রং করে নিয়েছি ।


৮ম ধাপঃ

এরপরে খুব সুন্দর করে আউটলাইনার অঙ্কন করে নিয়েছি।

|

|
|---|---|



সর্বশেষ ধাপ

এই ধাপে আমি আমার সাইন দিয়ে দিয়েছি এবং পিছনের ব্যাকগ্রাউন্ড কালার পাল্টে দিয়ে অঙ্কন শেষ করেছি।


আর এভাবেই অঙ্কন শেষ হয়ে গেলো আমাদের হলুদ কালারের একটি ফুলের ডিজিটাল চিত্র অঙ্কন পদ্ধতি।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।

ফটোগ্রাফিরবিউল ইসলাম
ডিভাইসRealme 7 Pro
মোবাইল অ্যাপসইনফিনিটি মোবাইল পেইন্টার

আমার পরিচয়

আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।





Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।