হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ১৪ নভেম্বর, বৃহস্পতিবার , ২০২৪ খ্রিঃ।
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার।আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমার বাংলা ব্লগের সবাই নিজের সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি প্রকাশ করে এটা দেখতে ভীষণ ভালো লাগে। আমার বাংলা ব্লগে অনেকেই ক্লে দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে শেয়ার করে থাকে। তাদের পোস্টগুলো দেখে আমারও খুব ইচ্ছে করছিলো ক্লে দিয়ে কিছু একটা তৈরি করার। সেই ইচ্ছা থেকেই ক্লে কিনে নিয়ে এসে ফুল তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রথমে তৈরি করতে পারিনি। কোন মতো একটি ফুল তৈরি করেছিলাম সেটি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো।আজ আমি ক্লে দিয়ে ফুলের কুঁড়িসহ ফুলদানি তৈরি করেছি। যদিও আমি খুব ভালো তৈরি করতে পারিনি। আপনাদের সাথে আমি এখন আমার তৈরি ফুলের কুঁড়ি সহ ফুলদানি তৈরি করার প্রসেস শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
▪️ ক্লে
▪️ বিভিন্ন টুলস
▪️ কাঠি
প্রথমে একটুখানি গোলাপি রঙের ক্লে নিয়ে সেটাকে নরম করে এভাবে হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি।
তারপর খন্ড খন্ড করে কেটে নিয়ে সেগুলোকে গোল করে নিয়েছি। একইভাবে অন্য একটি কালারের ক্লে গুলোকে গোল করে নিয়েছি।
তারপর গোল করে রাখা ক্লে গুলোকে একটি অপরটির সাথে জোড়া দিয়ে একটি বর্গাকার ঘর তৈরি করে নিয়েছি।
একইভাবে তিনটি বর্গাকার ঘর তৈরি করে নিয়েছি।
বর্গাকার ঘরগুলো একটি অপরটির ওপর বসিয়ে নিলেই তৈরি হয়ে গেল একটি ফুলদানি।
তারপর তিন রঙের তিন টুকরো ক্লে এবং টুলস এর সাহায্যে তিনটি ফুলের কুঁড়ি তৈরি করে নিয়েছি।
তারপর তিনটি পাতা তৈরি করে নিয়েছি। তিন টুকরো কাঠির সাথে গেলে পেঁচিয়ে ফুলের ডগা বানিয়ে নিয়েছি।
তারপর ফুলের কুড়ি এবং ফুলের পাতা ডগার সাথে জুড়ে নিয়েছি। তারপর সেগুলো ফুলদানিতে বসিয়ে নিয়েছি। এখন তৈরি হয়ে গেল কুঁড়িসহ ফুলদানি। এটাই ফাইনাল আউটপুট।
ধন্যবাদ সবাইকে।
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।