New to Nutbox?

|| গল্প : ভালোবাসার পরিণতি ( প্রথম পর্ব ) ||

3 comments

pujaghosh
70
5 months agoSteemit3 min read

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। অনেকদিন পর আজকে একটি গল্প লেখার চেষ্টা করব। এটি আসলে বাস্তব জীবনের একটি গল্প। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।


girl-1822702_1280.jpg

সোর্স


মৌনি আর শুভ্রজ্যোতি দুজনেই আমার খুব ভালো বন্ধু ছিল। একসাথেই কোচিং এ পড়তাম আমরা তিনজনে, সেখান থেকেই শুভ্রজ্যোতির সাথে পরিচয় আমার। তবে মৌনির সাথে ছোটো বেলা থেকেই পরিচয়। যাইহোক,শুভ্রজ্যোতি আমাদের ক্লাসের হিরো ছিল বলা চলে। প্রথম যেদিন ক্লাস টেনে পড়তে এসেছিল আমরা সবাই ওর দিকে তাকিয়ে ছিলাম ওর এতো সুন্দর রূপ দেখে , হি হি হি। তবে নতুন কারো সাথে হঠাৎ করে হটাৎ করে বন্ধুত্ব হয় না। তাই বন্ধুত্ব গড়ে ওঠেনি। তারপর দেখলাম আরও একটা নতুন জায়গায় পড়তে গিয়েও সেই বন্ধু। তখন আসতে আসতে কথা বলতে বলতে বন্ধুত্ব হয়েছিল। তারপরেই তার বন্ধুত্ব হয়েছিল মৌনির সাথে। মৌনি খুবই শান্ত স্বভাবের একটি মেয়ে। দেখতে মোটামুটি খুব বেশি ভালো নয় আবার খুব বেশি খারাপ নয়।

যাইহোক, বহু মেয়ে বাদ দিয়ে ক্লাস ১২ এ একদিন হঠাৎ শুনলাম শুভ্রজ্যোতির মৌনিকে খুব ভালো লাগে। তবে মৌনি তো রাজি নয়, তাকে দেখতে বেশি ভালো নয় তাই। আর এদিকে ক্লাসের ছেলেদের মধ্যে সবচেয়ে সুন্দর শুভ্রজ্যোতি। কিছুদিন পর নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা একটা সম্পর্কে চলেও যায়, আমরা সকলেই এটা জানতে পেরে খুব খুশি হয়েছিলাম। দুজনেই পড়াশুনাতে ভালো ছিল। তাই তাদের সুন্দর একটা ভবিষ্যত কল্পনা করা যায়। তবে খেয়াল করে দেখলে বা তাদের মুখে শুনলেও বোঝা যেত শুভ্রজ্যোতি মৌনিকে বেশি ভালোবাসে, মৌনির থেকেও। বেশ ভালোই চলছিল দুজনের সম্পর্ক। প্রায় দুই বছর পর, পারিবারিক কিছু কারণে মৌনি কম কথা বলতে শুরু করলো শুভ্রজ্যোতির সাথে। তাই বলে সে ভালোবাসে না তা কিন্ত নয়।শুভ্রজ্যোতিও সেটাকে মেনে নিয়েছিল।

কিন্তু, কিছুদিন পরে শুরু হলো অশান্তি। কারণ শুভ্রজ্যোতি মৌনিকে অনেক ভালোবাসলেও তাকে খুব আটকে রাখতো, যেমন - ছেলে বন্ধুদের সাথে একেবারেই কথা বলতে দিতো না, মনে সন্দেহ বাতিক ছিল হয়তো।এই জিনিসটা আমাদের সবার অপছন্দ ছিল, অতিরিক্ত মনে হতো, তাও মৌনিকে কখনও বলিনি, তাহলে তার মনটা আরও ভেঙে যেতো। তবে তার এতে কোনো দুঃখ ছিল না শুভ্রজ্যোতিকে নিয়ে ভালোই ছিল। কিন্তু হঠাৎ একদিন ফেসবুক থেকে কোনো একটা ছেলের মৌনিকে খুব পছন্দ হয়েছিল আর সে মৌনির ছবি এঁকেছিল। সত্যিই খুব অপূর্ব এঁকেছিল। তবে ছবিটা ছেলেটা মৌনিকে দেয়নি। মৌনির এক আর্টিস্ট বান্ধবী মৌনিকে দিয়েছিল। মৌনির ছবিটা দেখে এতো পছন্দ হয়েছিল, যে সে ফেইবুক, হোয়াটস্যাপ সব জায়গাতেই দিয়েছিল। কিন্ত সেখানেই তার ভুল হলো।


( চলবে.......)


পোস্ট বিবরণগল্প লিখন

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।





🪔আমার পরিচয়🪔

InShot_20240217_224020693.jpg

আমি পূজা ঘোষ(রাজশ্রী)। বনগাঁতে বসবাস করি। আমি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,বিজ্ঞান বিভাগে ।পাশাপাশি কম্পিউটার এবং স্পোকেন ইংলিশের কোর্স করেছি। বর্তমানে আমি ফার্মাসিতে অধ্যায়নরত । ভবিষ্যতে এইগুলো নিয়ে ভালো কিছু করার আশায় এগোচ্ছি। কবিতা আবৃত্তি করতে আমি খুবই ভালোবাসি। ছোটো বয়েস থেকেই কবিতা আবৃত্তি শিখছি। এছাড়া ছবি আঁকতে,ঘুরতে যেতে,নতুন নতুন খাবার খেতে,গান শুনতে,ফোটোগ্রাফি করতে আর মানুষের সাথে মিশতে ভালোবাসি।

🎯 সমাপ্ত🎯

Comments

Sort byBest