"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-আমাদের বাজারের এক ফল মুল বিক্রিতা আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি সবার কাছে ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
আমরা যারা চাকরিজীবী বা চাকরি করি তারা কিন্তু নিজেদের জায়গা থেকে নিজেরাই সেরা।কারণ কেউ নিজের চাকরিকে ছোট মনে করে না যেটা পায় সেটা আলহামদুলিল্লাহ।যাইহোক আমাদের কিছু কিছু সমাজে এমন লোক রয়েছে যারা দিনে এনে দিনে খায়।আসলে এটা তো আমাদের নিজের হাতে না আল্লাহ তায়ালা যার যে পজিশন দিয়েছে সেই পজিশনেই কিন্তু চলতে থাকবে।এমনো লোক রয়েছে যারা অনেক টাকা ইনকাম করে এবং ভালো দিন চলে যায় তাদের।তাদের কখনোই কোনো ভাবে টাকার অভাব পড়ে না।যাইহোক যে যায় চাকরি করি না কেন আমরা সেই চাকরি কে সম্মান করি।ঠিক তেমনি আমাদের গ্রাম অঞ্চলে বাজার ঘাঠের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফলের দোকান।
এই ফলের দোকানদার গুলো কিন্তু গ্রাম অঞ্চলে গ্রামে গিয়ে বিক্রি করেন।যখন তাদের ফল গুলো থেকে যায় তখন কিন্তু তারা বাজারে গিয়ে একটি জায়গায় দাড়িয়ে ফল মুল বিক্রি করে।এখন আমি বাইরের কথা বলতে পারব না। তবে আমাদের এই অঞ্চলে আমাদের বাজারে দেখলাম এরকম অনেক দোকান আছে যারা বাইরে থেকে এসে বাজারে গিয়ে বিক্রি করে।যাইহোক আমি যে দোকানদার বিষয় নিয়ে কথা বলতেছি সেই দোকানদার কিন্তু গ্রামে গিয়ে বিক্রি করেন।এই লোকটির হচ্ছে ফল মুল বিক্রি করা একটি পেশা।কারণ সে যদি এই ব্যবসা না করে তাহলে কিন্তু তার পরিবার অনেক বিপদের মুখে পরবে।আর বর্তমান যে দিন গুলো যাচ্ছে আমি মনে করি সবাই অনেক কষ্টের মাধ্যমে দিন গুলো পার করতেছে।
যাইহোক এই লোকটির বাসা কিন্তু আমাদের বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে। তাকে আমি কিন্তু এর আগে আমাদের গ্রামে দেখি নাই বা বাইরের কোন গ্রামেও দেখি নাই।তো বাজারে গিয়ে কিন্তু আমি এই দোকানদারকে দেখতে পাই। আমি দোকানে থাকি, দোকান থেকে যখন আমি মাগরিবের নামাজ পড়তে যাই প্রায় দিনে কিন্তু আমি এ লোককে দেখতে পাই।এখন আমি কিন্তু সপ্তাহে দুইদিন বেশি করে দোকানে থাকি এবং ওই দুই দিনে কিন্তু এই লোককে আমার চোখে পড়ে।যাই হোক একদিন তার দোকানে নামাজ পড়ার আগে কিছু ফটোগ্রাফি করতে গেছিলাম।ফটোগ্রাফি করতে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ফল ফুল, যেটা ফটোগ্রাফি করে অনেক ভালো লেগেছে। তো ফটোগ্রাফি করতে করতে কিন্তু আমি ওই লোকের সঙ্গে কিছু কথা বার্তা বলে নিলাম।
লোকটির কাছে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হলো যেটা হচ্ছে, সেই দিনের ইনকাম দিনে খায়।আসলে এইরকম অনেক পরিবার আছে যারা দিনের ইনকাম দিনে খেয়ে বেঁচে থাকে।এখন এটা বাদ দিয়ে যদি আমরা অন্য দিকে লক্ষ্য করি দেখবেন কেউ কেউ দিনের বেলাও খেতে পারে না।যাই হোক আমি ওইসব বলতে না যাই। আসলে তার কাছে আমি অনেক কথা শুনলাম শুনে খুব খারাপ লাগলো।কারণ সে কিন্তু গ্রামে গিয়ে ফলমূল বিক্রি করে এবং ফলমূলের চাহিদা কিন্তু এখন গ্রাম অঞ্চলে খুবই কম।কারন কেউ চাইবে না এতো দামি ফলমূল নেওয়ার।তার কাছে এই ধরনের কথা বার্তা শুনে বুঝলাম যে তার বিক্রি তেমন একটা হয় না।কিন্তু ওই যে বললাম পেশা যার যেমন পেশা আছে সেই পেশা নিয়ে সবাই আলহামদুলিল্লাহ।যাইহোক এইরকম অনেক লোক রয়েছে যারা অনেক কষ্ট করে সংসার পরিচালনা করে।সৃষ্টিকর্তা যেনো প্রতিটা মানুষের দুঃখ সরিয়ে শুক আনার তৌফিক দান করেন।তাহলে আজকের মত আমি এখানে বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
You can also vote for @bangla.witness witnesses