My weekly report (Senior Moderator & Head- Discord)|| 23th April 2024||

piya3 -

Hello Friends,
কেমন আছেন সবাই? এক এক করে সাতটি দিন অতিবাহিত করার পরে আবারো একটি সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করতে চলে এসেছি। আশাকরি, আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে আমার বিগত সপ্তাহের সকল কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।

আমাদের কমিউনিটিতে নতুন নতুন লেখা দেখে খুবই ভালো লাগছে। এক একটি প্রতিযোগিতা মানেই যেন নিজেকে উন্নত করার জন্য সুবর্ণ সুযোগ। তাছাড়া প্রতিটি লেখা যেন কিছু না কিছু তথ্য দিচ্ছে আমাদেরকে।

Tutorial Class

➡️বিগত সপ্তাহের বুধবার, আমাদের কমিউনিটিতে একটি তথ্যবহুল ক্লাস অনুষ্ঠিত হয়েছিল। যেখানে আমাদের কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। টিউটোরিয়াল ক্লাসে আমাদের কমিউনিটির শ্রদ্ধেয়া এডমিন মহোদয়া দিকনির্দেশনা মূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছিলেন।

My Activity

➡️ যেহেতু, ক্লাবে পরিবর্তন দেখা যাচ্ছে তাই আমি কয়েকজন সম্মানিত স্টিমিয়ান বন্ধুর ক্লাব ট্যাগ পরিবর্তন করেছিলাম।

➡️পোস্ট ভেরিফিকেশনের সময় যে সমস্যা সবথেকে বেশি পাচ্ছি সেটি হচ্ছে ছবির সমস্যা। অনেকেই দেখছি Canva ব্যবহার করে ছবি সম্পাদনা করেছেন কিন্তু ঐ যোগ করা ছবিটির উৎস লিংকআপ করেন নি।

➡️এটা সকলের উদ্দেশ্যেই বলা যে যেখান থেকেই ছবি নিন না কেন, অবশ্যই সেটা কপিরাইট ফ্রি সাইট হতে হবে এবং যথাযথভাবে উৎস লিংকআপ করতে হবে।

➡️ছবির বিষয়ে আরো কিছু তথ্য:- এক স্টিমিয়ান বন্ধুকে দেখলাম মন্তব্যের মাধ্যমে অবগত করেছেন ছবি কপিরাইট ফ্রি এবং উৎস সঠিকভাবে ঐ স্টিমিয়ান উল্লেখ করেননি। প্রথমত, আমি আপনাদেরকে বলবো কাউকে কোনো তথ্য দেওয়ার পূর্বে নিজে সঠিক কি না সেইটা বুঝতে হবে।

➡️কারণ নিজে সঠিক না জেনে কাউকে ভুল দিকনির্দেশনা দেওয়া একদমই উচিত না। আমরা কারো ভুল ধরতে পারিনা বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানাতে সহযোগিতা করতে পারি। তাই সকলকে বলবো দিকনির্দেশনা দেওয়াটা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু সেটা যেন নির্ভুল হয়।

➡️ক্লাব বহির্ভূত হওয়াটা দুঃখজনক হলেও মাঝেমধ্যেই এটা দেখছি। তবে সকল স্টিমিয়ানকে অনুরোধ করবো নিজের ক্লাবের দিকে খেয়াল রাখার জন্য। কারণ আমরা সকলেই নিয়মাবলী অনুসরণ করতে বাধ্য।

➡️ ফরমেটের অর্ধেকটা অংশ আমি তুলে ধরেছি যেখানে আমি প্রতিটি ক্রাইটেরিয়া চেক করে তবেই একটি পোস্ট ভেরিফাই করি। পাশাপাশি, জেনারেল পোস্টের ভেরিফিকেশন তো আছেই।

➡️আমরা প্রতিনিয়ত দিনলিপি বা কিছু বিষয় নিয়ে লেখা উপস্থাপন করি। যে কারণে হয়তো হঠাৎ করে নতুন একটা লেখার ক্ষেত্রে আমাদের হ্যাশট্যাগে সমস্যা হতে পারে। তবে আমাদের পরিবারেরই এক স্টিমিয়ান যিনি এই বিষয়টি সর্বদাই ইতিবাচক মনোভাবের সাথে গ্রহণ করেন এটা সত্যিই প্রশংসনীয়।

➡️আমি প্রতিদিনই লিখিত নোট রাখি যে আমাদের কমিউনিটিতে কতগুলো চ্যালেঞ্জ আসছে। পাশাপাশি, এটার রেপুটেশন, দেশ ও ক্লাব ইত্যাদি। নচেৎ সপ্তাহ শেষে হিসেব মেলানোটা একটা জটিল রূপ ধারণ করে।

➡️এতো ব্যস্ততার মাঝেও ডিসকর্ডে মাঝেমধ্যেই স্টিমিয়ান বন্ধুদের সমস্যার সমাধান দিতে হয়। এ জন্যই আমরা একটা পরিবার ও বটে। এছাড়া ভেরিফাইড পোস্ট পুনরায় আমি রি-চেক করি। এ কারণেই হয়তো আমাদের কমিউনিটিতে কাজ সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি।

বার্তা: আমাদের উচিত সকল নিয়মাবলী অনুসরণ করা। পাশাপাশি ছবি ও ক্লাবে সচেতন হওয়াটা অতীব জরুরি।

আমার আজকের সাপ্তাহিক প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

Regards
@piya3 (Senior Moderator)
Incredible India

Discord Twitter Telegram Instagram