রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ০৫

photo.passion -

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। এই ছবিগুলো আমি বিভিন্ন সময়ে তুলেছিলাম। রাস্তার পাশ দিয়ে হাঁটা চলার সময় কোন দৃশ্য আমার কাছে ভালো লাগলে সেটার ছবি তুলি। এভাবে ছবি তুলতে তুলতে অনেক ছবি জমে গিয়েছে আমার কাছে। সেখান থেকে কয়েকটি ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করছি।

এই ছবিটা তুলেছিলাম বাইতুল মোকাররম মার্কেটের পাশ থেকে। ছবিটাতে আপনার দেখতে পাচ্ছেন একটি লাগেজের দোকান। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন আকারের লাগেজ রয়েছে। এই সমস্ত দোকানে নাকি লাগেজ গুলো কিছুটা কম দামে কিনতে পাওয়া যায়। এ কারণে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে লাগেজ কিনতে।

এখন ছবিতে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এটিও বাইতুল মোকাররম মার্কেটের পাশে অবস্থিত। এটা আসলে কোনো দোকান না। রাস্তার পাশে কিছু জায়গায় হকাররা দোকানের মতো তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছেন কম্বল থেকে শুরু করে দরজা-জানলার পর্দা বিছানার চাদর আরো অনেক কিছু পাওয়া যায়। এ সমস্ত দোকানের বেচাকেনা একেবারে খারাপ না।

এই ছবিটা তুলেছিলাম পল্টন মোড়ের কাছ থেকে। এখানে দেখতে পাচ্ছেন চলাচলের ফুটপাতকে রীতিমতো ঘিরে দোকান বানিয়ে ফেলা হয়েছে। এই সমস্ত দোকানের কারণে পথচারীদের চলাফেরা করতে বেশ সমস্যা হয়। তবে নিম্নবিত্ত মানুষেরা আবার এই সমস্ত জায়গা থেকে কম টাকায় জামাকাপড় কিনতে পারে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ঢাকা


ধন্যবাদ