আবারো স্বপ্ন ছোঁয়া থেকে কেনাকাটা

parul19 -

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।

আবারো স্বপ্ন ছোঁয়া থেকে কেনাকাটা

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমাদের সবার অনেক ভালো লাগে। তবে আমরা বেশি না কিনলেও প্রয়োজনীয় জিনিস গুলো কিনতেই হয়।তবে বর্তমনা জিনিস পত্রের যে দাম তাতে প্রয়োজনীয় জিনিস কেনা ও কষ্টকর হয়ে পড়ে। তবে বেঁচে থাকতে হলে তো প্রয়োজনীয় জিনিস গুলো কিনতেই হবে। কয়েক দিন আগে গিয়েছিলাম স্বপ্ন ছোঁয়া থেকে কেনাকাটা করতে। স্বপ্ন ছোঁয়া থেকে জিনিস কিনতে অনেক ভালো লাগে। আসলে অন্য জায়গা থেকে দাম তেমন বেশি নেয় না তবে একটু নিলেও সকল জিনিস এক জায়গায় পাওয়া যায়। আর দামটাও দেওয়া থাকে যাতে কেউ দাম দেখে নিতে পারে।তাই যখন হাতে সময় অনেক কম থাকে তখন চলে যায় স্বপ্ন ছোঁয়াতে।তবে দাম একটু বেশি হলে কি জিনিস গুলো অনেক ভালো দেয়।

আমি আমার দুই মেয়ে ও আমার ভাতিজি এক সাথে গিয়েছি।আসলে সবাই মিলে এক সাথে মার্কেট করার মজাই আলাদা। আমরা স্বপ্ন ছোঁয়াতে ঢুকেই যার যার প্রয়োজনীয় জিনিস দেখতে লাগলাম। আসলে আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা সেই স্বপ্ন ছোঁয়াতে গিয়েছি।যদিও মাঝে মাঝে স্বপ্ন ছোঁয়াতে যায়।আসলে বাচ্চাদের নিয়ে গেলে তাদের নজর শুধু খেলনার দিকে। যতক্ষণ পর্যন্ত তাদের কিনে না দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারা জ্বালায়। আসলে তারা অন্য কিছু দেখতে দেয় না। তারপর বাধ্য হয়ে তাদের কিনে দিতে হয়। প্রথমে ঢুকে দেখি একটা বাচ্চা খেলনা কিনছে আর তারা দুইবোন গিয়ে বাচ্চাটার সাথে যোগ হলো। কি আর করবো আগে তাদের দুটি খেলনা কিনে দিয়ে ঠান্ডা করে নিলাম।

যেহেতু প্রয়োজন জিনিস গুলো কিনবো। আসলে স্বপ্ন ছোঁয়াতে ডিম গুলো একটু কম দামে পাওয়া যায়। অন্য জায়গায় ৬০ টাকা নিলে স্বপ্নতে নেয় ৫৫ টাকা করে। আর বেশি করে নিলে হয়তো আর একটু কম নিভে। আর জেলি কিনেছি।আসলে বাচ্চারা পাউরুটির সাথে জেলি খেতে অনেক পছন্দ করে। তারপর আনুষঙ্গিক অন্যান্য কিছু খাবার কিনলাম।

আবার আসলাম ক্লে কিনতে। আসলে ক্লে যতই কিনি না কেন বাচ্চাদের জন্য রাখা মুশকিল। আবার মেয়ের জন্য বেশ কিছু খাতা কলম কনলাম।আসলে স্বপ্ন ছোঁয়া থেকে একবারে বেশি করে কিনলে অনেক ছাড় পাওয়া যায়। তারজন্য মাঝে মাঝে স্বপ্ন ছোঁয়াতে যায়।আসলে স্বপ্ন ছোঁয়াতে কিনে বেশ ভালো লাগে। আসলে অনেক জিনিস আছে একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়। আসলে সব গুলো আলাদা করে বুঝানো মুশকিল।

তারপর আমরা আর একটু ঘুরে আরো কিছু জিনিস কিনলাম। আসলে এভাবে এক জায়গায় সব জিনিস পাওয়া গেলে অনেক ভালো লাগে। আমাদের জন্য কষ্ট অনেক কম হয়। যাইহোক সবাই মিলে বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।