রেনডম ফটোগ্রাফি পোস্ট - এপিসোড ০৩

ocean-trench -

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


চলে এলাম আরো কিছু ছবি নিয়ে আপনাদের মাঝে। এখন আপনাদের সাথে আমার তোলা তিনটি ছবি শেয়ার করবো। সেই সাথে ছবিগুলোর কিছু বর্ণনা ও দেবো। ছবিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন।

এই ছবিটি তোলা হয়েছে বায়তুল মোকাররম মার্কেটের পাশ থেকে। ছবিতে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একজন হকার বিভিন্ন রকমের ডাইরি নিয়ে বসে রয়েছে বিক্রির জন্য। আমার কাছে ডাইরি গুলো দেখতে বেশ ভালো লেগেছিলো। তবে ডাইরি গুলোর দাম চাচ্ছিলো অনেক বেশি।

এখনকার ছবিটাও বাইতুল মোকাররমের পাশ থেকে তোলা। এই ছবিটাতে আপনারা একটি খেলার দোকান দেখতে পাচ্ছেন। এই দোকানে বাচ্চাদের জন্য নানান রকমের খেলনা রয়েছে। বাচ্চারা এই ধরনের দোকান খুবই পছন্দ করে। এই সমস্ত দোকানের সামনে দিয়ে কোনো বাচ্চা গেলে খেলনা না কিনে যাবে না এটা নিশ্চিত।

এই ছবিতে আপনারা একটি ক্রোকারিজের দোকান দেখতে পাচ্ছেন। এই দোকানটি বাইতুল মোকাররমের নিচতলায় অবস্থিত। এই দোকানটিতে নানা রকম জিনিসপত্র পাওয়া যায়। রান্নাঘরে ব্যবহারে এমন কিছু জিনিসপত্র সেখানে দেখেছিলাম যেগুলো দেখলেই পছন্দ হয়ে যায়।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---

স্থান | ঢাকা


ধন্যবাদ