শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি ও জনমনে আতঙ্ক (প্রথম পর্ব)
0 comments
এরা দেশের সন্ত্রাসীদের বড় একটা অংশকে নিয়ন্ত্রণ করতো। এবং এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা চাঁদাবাজি থেকে শুরু করে খুন এমন কোন অপরাধমূলক কর্মকাণ্ড নাই যা করেনি। দীর্ঘদিন এরা জেলে থাকার ফলে জেল থেকে ছাড়া পাওয়ার খবরে নতুন করে জনমনে আতঙ্কের তৈরি হয়েছে। কারণ এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে বের হয়ে নতুন করে যদি আবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তাহলে দেশে নানা রকম সমস্যা তৈরি হবে। এদেরকে ঘিরে দেশের সন্ত্রাসীরা আবার নতুন উদ্যমে নানা রকম অপরাধমূলক কর্মকান্ড শুরু করবে।
দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি সুযোগ নিয়ে এই সন্ত্রাসীরা জেল থেকে বাইরে চলে এসেছে। কিন্তু এদেরকে বাইরে আনার পেছনে মূলত কারা কাজ করছে তাদেরকে সবচেয়ে প্রথমে খুঁজে বের করা দরকার। সেই সাথে এই সন্ত্রাসীদেরকে দ্রুত আবার গ্রেপ্তার করে জেলে পাঠানো দরকার। কারণ এরা সময় সুযোগ পেলেই দেশের বাইরে চলে যাবে। আর সেখান থেকেই তাদের অপরাধমূলক কর্মকান্ড দেশে চালাতে থাকবে। যার ফলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। কিন্তু সমস্যা হচ্ছে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে এদের দিকে কেউ নজর দেয়ার খুব একটা সময় পাচ্ছে না। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
Comments