বদলে যাওয়ার গল্প ( ষষ্ঠ পর্ব)

ocean-trench -

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শাওনের বাবা তখনই বাসা থেকে বের হয়ে সেই রাজনৈতিক নেতার সাথে দেখা করতে গেলো। তার সাথে দেখা করে তাকে অনেক ধন্যবাদ জানালো। তখন সে রাজনৈতিক নেতা বলল ধন্যবাদ জানানোর কিছু নেই। শাওনের মত ছেলেদের এই সমাজে প্রয়োজন রয়েছে। তিনি শাওনের বাবাকে বললেন আগামীকাল শাওনকে আমার বাসায় পাঠিয়ে দেবেন। শাওনের বাবা সম্মতি প্রকাশ করে সেই দিনের মতো বাড়িতে ফিরে গেলেন। পরদিন শাওন সেই রাজনৈতিক নেতার সাথে দেখা করতে গেলে।

তিনি শাওনকে বললেন তোমার মতো সাহসী ছেলের আমার প্রয়োজন রয়েছে। সমাজ থেকে এরকম বকাটেদেরকে উৎখাত করতে হলে। তোমাকে আরো কাজ করতে হবে। তবে এখন থেকে তুমি নিশ্চিন্ত থাকবে। প্রশাসন তোমাকে কোনরকম বিরক্ত করবে না। তবে এই জাতীয় কাজ করতে গেলে তুমি একা পারবে না। তাই আমি তোমার সাথে আরও কিছু ছেলে দিচ্ছি। সাথে জিনিসপত্র যা লাগে সেগুলো ওরা দেবে। তোমার কাজ হবে ওই বখাটেদেরকে এলাকা থেকে উৎখাত করা।

শাওন রাজনৈতিক নেতার কথা শুনে অবাক হয়ে গেলো। কারণ সে এতোদিন রাজনৈতিক নেতাদেরকে খারাপ হিসেবে জেনে এসেছে। তারাও যে সমাজ নিয়ে এইভাবে চিন্তা করে এটা সে কখনোই চিন্তা করেনি। সেদিনই শাওনের সাথে আরও কিছু ছেলের পরিচয় হোলো। তবে সেই ছেলেগুলোকে দেখেও শাওনের খুব একটা সুবিধার মনে হোলো না। মনে হোলো এরা সবাই কোনো না কোনো অপরাধের সাথে জড়িত। যাই হোক তারপরেও শাওন সাথে কিছু ছেলেপেলে পেয়ে তার সাহস অনেক বেড়ে গেলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।




ধন্যবাদ